logo

শিরোনাম

সুখবাসপুরে বিনামূল্যে চক্ষু শিবির ও ডায়াবেটিস পরীক্ষা

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৮ ফেব্রুয়ারী, ২০২৫ | সময়ঃ ১২:০০
photo
সুখবাসপুরে বিনামূল্যে চক্ষু শিবির ও ডায়াবেটিস পরীক্ষা

স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জে 
লায়ন্স ক্লাব অব ঢাকা, লায়ন জেলা ৩১৫৩১, বাংলাদেশের উদ্যোগে রামপালের বছিরননেছা উচ্চ বিদ্যালয়ে  শনিবার বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের অভিজ্ঞ ডাক্তারগন চোখের চিকিৎসা প্রদান করেন।  


এসময় লিও ক্লাব অব ঢাকা গেন্ডারিয়া ও লিও ক্লাব অব ঢাকা'র সদস্যরা চক্ষু চিকিৎসায় আগত সকল ব্যক্তির ডায়াবেটিস পরীক্ষা সেবা প্রদান করেন।

photo

 

চক্ষু শিবির ও ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচিতে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চশমা ও ঔষধ সরবরাহ করা হয়।


এতে অন্যদের মাঝে   উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকার সদস্য লায়ন মুনাদির ইসলাম, সাবেক সভাপতি লায়ন মোঃ রুবায়েত হোসেন, সাধারণ সম্পাদক লায়ন সাবাহ খালেদ, কোষাধ্যক্ষ লায়ন জহুরা খাতুন, সদস্য লায়ন মাহা নিশিতা মৃত্তিকা, লায়ন মোঃ জাহিদ আনোয়ার খান, লায়ন আনিসুর রহমান পিএমজেএফ, বছিরনেছা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: কাজী আনিছুর রহমান, ও  এসএম পলাশ সহ অন্যরা।

  • নিউজ ভিউ 1089