logo

শিরোনাম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শাহরিক হত্যার মামলার বাদীর বিরুদ্ধে থানায় অভিযোগ

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১১ অক্টোবর, ২০২৪ | সময়ঃ ১২:০০
photo
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শাহরিক হত্যার মামলার বাদীর বিরুদ্ধে থানায় অভিযোগ

নিজস্ব প্রতিনিধি :  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে ঢাকায় নিহত মুন্সিগঞ্জের মিরকাদিম পৌর ছাত্রদলের সদস্য সচিব মানিক মিয়া শাহরিক চৌধুরী নিহতের ঘটনায় সম্প্রতি একটি হত্যা মামলার তথ্য ছড়িয়ে পড়ে। ওই মামলাটি ‘সাজানো’ ও ‘ভুয়া’ বলে জানিয়েছেন নিহত শারিকের পিতা আনিস চৌধুরী।

এ ঘটনায় প্রতিকার চেয়ে মামলায় উল্লেখিত বাদী রাজু আহমেদ এর বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ করেছেন নিহত শারিকের পিতা।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান অভিযোগ প্রাপ্তির তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে। ’

এদিকে বৃহস্পতিবার এ প্রসঙ্গে গণমাধ্যমের সাথে কথা বলেন নিহত শারিকের পিতা আনিস চৌধুরী।

সেখানে অভিযোগ করে বলেন, ‘আমার ছেলে মারা গেছে, আমি এখনো কোন মামলা করিনি। কোথাকার কোন রাজু আহমেদ- আমি চিনিও না। সে ঢাকার শাহবাগ থানায় শারিকের খালাতো ভাই সেজে একটি ভুয়া মামলা করে দিয়েছে। সেখানে এমন সব লোকজনকে আসামি করেছে যারা জড়িত নন। এতে আমি ও আমার পরিবার বিব্রত হচ্ছি।’

তিনি বলেন, ‘মামলার খবর পেয়ে আমি শাহবাগ থানায় যোগাযোগ করেছি। তাদের বলেছি আমি বাদীকে চিনি না। এ ঘটনায় যারা প্রকৃত অপরাধী তাদের বিরুদ্ধে আমি নিজে বাদী হয়ে মামলা করবো। অন্য কেউ যেন ফায়দা নেয়ার চেষ্টা না করে।’

সূত্রে জানা গেছে, ছাত্রদল নেতা শারিক চৌধুরী মানিক নিহতের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ৭৯ জনের নামোল্লেখ করে ঢাকার সিএমএম আদালতে হত্যা মামলার আবেদন করেন ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা রাজু আহমেদ। সেখানে মুন্সিগঞ্জ ও ঢাকার বেশ কয়েকজন ব্যবসায়ী ও আওয়ামী লীগ সমর্থক রাজনীতিকের নাম রয়েছে। মামলার বাদী এজাহারে নিজেকে নিহত শারিকের খালাতো ভাই হিসাবে দাবি করেন। পরে আদালত মামলাটি শাহবাগ থানায় এফআইআর হিসাবে গণ্য করার নির্দেশ দেন। বিষয়টি জানতে পেরে শারিকের পিতা ওই বাদীর বিরুদ্ধে সম্প্রতি মুন্সিগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দেন।

প্রসঙ্গত; ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের মাত্র দুই ঘন্টা আগে দুপুর একটার দিকে ঢাকার চানখারপুল এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার রামগোপালপুর এলাকার বাসিন্দা, পৌর ছাত্রদলের সদস্য সচিব ও নারায়ণগঞ্জের তোলারাম সরকারি কলেজের শিক্ষার্থী শারিক চৌধুরী মানিক (২৯)। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ/মামলা হয়নি।

  • নিউজ ভিউ 1395