logo

শিরোনাম

মুন্সীগঞ্জে চেক প্রতারণায় আড়াই কোটি টাকার অর্থদণ্ড

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৪ | সময়ঃ ১২:০০
photo
মুন্সীগঞ্জে চেক প্রতারণায় আড়াই কোটি টাকার অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক

ব্যাংকে টাকা না থাকা জানা সত্ত্বেও চেক প্রদান করায় চেক ডিজ অনারের মামলায় আসামীকে আড়াই কোটি টাকা অর্থদন্ড ও এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।

বুধবার বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক ফেরদৌসি বেগম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী আল হেলাল। সাজাপ্রাপ্ত আসামি মো. মন্টু (৩৭) বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার কিসমত জামুয়া গ্রামের তৈয়ব আলীর ছেলে।

বর্তমানে আসামি ঢাকার চকবাজারের এম আর জে কর্পোরেশন ১৩০/১ বিরেন এলাকার বসবাস করছেন। রায় ঘোষণার সময় আগামী মন্টু আদালতে অনুপস্থিত ছিল। মামলা সূত্রে জানা গেছে, মামলার বাদি মানিক সরদারের সাথে আসামির ব্যবসায়িক সূত্রে পরিচয় হয়। সেই সুবাদে সাজাপ্রাপ্ত আসামী মন্টু বাদির নিকট থেকে আড়াই কোটি টাকা হাওলাদ নেয়। পরে মন্টু বাদি মানিক সরদারকে নগদ টাকা না দিয়ে পূবালী ব্যাংক লিমিটেডের একটি আড়াই কোটি টাকার চেক দেয়।

পরে টাকা উত্তোলনের জন্য মানিক ওই চেক ব্যাংকে জমা দিলে ব্যাংক কর্তৃপক্ষ জানায় তার একাউন্টে টাকা নেই। পরে এ ঘটনায় মানিক সরদার আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ প্রদান করে ২০২২ সালের ১৫ ডিসেম্বর মুন্সীগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলি আদালতে মামলা দায়ের করেন।

ওই মামলায় আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রাপ্ত হওয়ার পর আদালতে হাজিরা দিলেও পরে আসামি পলাতক হোন। ওই মামলায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আসামি মন্টুকে দোষী সাব্যস্ত করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও আড়াই কোটি টাকা অর্থদণ্ড প্রদানের রায় ঘোষণা করেন।

মামলার বাদি মোহাম্মদ মানিক সরদার মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার গোসাইবাগ এলাকার আব্দুল মালেক সরদারের ছেলে। এ ব্যাপারে বাদীপক্ষের নিযুক্তিও আইনজীবী মোঃ নূর হোসাইন জানান, আড়াই কোটি টাকার চেক ডিজাইনারের মামলায় আসামি মন্টুকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও আড়াই কোটি টাকা অর্থদণ্ডের রায় দিয়েছে আদালত। এ রায়ে আমরা সন্তুষ্ট। তবে রায়ের সময় আসামি মন্টু আদালতে অনুপস্থিত ছিল।

  • নিউজ ভিউ 5130