logo

শিরোনাম

নাটোরে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৬ এপ্রিল, ২০২৩ | সময়ঃ ১২:০০
photo
নাটোরে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

 বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপনে জেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা। সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বাংলা নববর্ষ আমাদের চিরায়ত সংস্কৃতি এবং ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। নববর্ষের মঙ্গল শোভাযাত্রাও দেশের পরিমন্ডল ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত হচ্ছে। নববর্ষ উদযাপনে সরকার ভাতাও প্রদান করছে। প্রাণের এ উৎসব সকলের অংশগ্রহণে সমৃদ্ধ করা হবে।

 

সভায় বাংলা নববর্ষের দিনে সকাল সাড়ে আটটায় মহারাজা স্কুল এন্ড কলেজ থেকে সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দের অংশগ্রহণে শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি রাণীভবানী রাজবাড়ি চত্বরে গিয়ে শেষ হবে। রাজাবাড়ির মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া শিশুদের জন্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন, কুটির শিল্প প্রদর্শনী, লাঠিখেলা ইত্যাদি আয়োজনে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাসুদুর রহমান, জেলা কালচারাল অফিসার মোঃ আব্দুল রাকিবিল বারী, পুলিশের ক্রাইম ইন্সপেক্টর জিয়া লতিফুল, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন প্রমুখ।

 

  • নিউজ ভিউ 1476