logo

শিরোনাম

ছয় ঘন্টা পেরিয়ে গেলেও থামেনি সুপার বোর্ড কারখানার আগুন

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৪ মার্চ, ২০২৪ | সময়ঃ ১২:০০
photo
ছয় ঘন্টা পেরিয়ে গেলেও থামেনি সুপার বোর্ড কারখানার আগুন

জাহাঙ্গীর আলম , মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জের গজারিয়ায় টিকে গ্রুপের মালিকানাধীন একটি কারখানায় অগ্নিকান্ডে ঘটনায় ৬ ঘন্টা পেরোলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন। ফায়ার সার্ভিস বলছে, কারখানার গুদামে শুকনো পদার্থের মজুদ বেশি থাকায় দ্রুত ছড়িয়েছে আগুন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই জানাতে পারেনি কর্তৃপক্ষ।  

মুন্সিগঞ্জের গজারিয়ায় হোসেন্দী এলাকার সুপারবোর্ড কারখানা, রোববার দুপুর একটায় হঠাৎই আগুন লাগে কারখানার একাংশে। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে দুটি গোডাউনে।  

শুরুতেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় কারখানা শ্রমিকরা, পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।  

কারখানা শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানায়,
মেঘনা নদীর তীরে গোডাউনের অবস্থান হওয়াতে প্রবল বাতাসে কিছু বুঝে ওঠার আগেই দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। নিভাতে গিয়ে আহত হয় বেশ কয়েকজন।  
ফায়ার সার্ভিসের উপপরিচালক সালেহ উদ্দিন
বলছে,  পুড়ে যাওয়া গোডাউনে মজুত ছিল কারখানাটির কাঠের বোর্ড তৈরীর কাঁচামাল ও বিপুল পরিমাণ শুকনো পাট কাঁঠি ও ধাতজ পদার্থ। যার ফলে নদীর তীরে প্রচন্ড বাতাসে শুরু থেকেই ব্যাহত হয় ফায়ার সার্ভিস কর্মীদের আগুন নির্বাপনের কার্যক্রম। আগুন পুরোপুরি নির্বাপণে সময় লাগবে বলেও জানান তারা। 

টিকে গ্রুপের পরিচালক জানিয়েছেন, 
কারখানাটিতে ঠিক কি পরিমাণ মালামাল আছে সেটি তদন্তের পর জানা যাবে। তবে আগুন লাগার এ ঘটনায় বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতির আশংকা করছি। 

এ ঘটনায় ৫ সদস্যদের তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছে মুন্সিগঞ্জের জেলা প্রশাসক। এর আগে ২০১৩ সালেও আগুন লেগেছিলো সুপারবোর্ডের এ কারখানায়।

  • নিউজ ভিউ 819