logo

শিরোনাম

মুন্সীগঞ্জে প্রথমবারের মত শুরু হলো "হিফজুল কোরআন প্রতিযোগিতা" ২০২৩

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ৩০ জুলাই, ২০২৩ | সময়ঃ ১২:০০
photo
মুন্সীগঞ্জে প্রথমবারের মত শুরু হলো "হিফজুল কোরআন প্রতিযোগিতা" ২০২৩

নিজস্ব প্রতিনিধি : মুন্সীগঞ্জ জেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে হিফ্জুল কোরআন প্রতিযোগিতা ২০২৩ইং। হাজী আলী আকবর ফাউন্ডেশন  হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৩   উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

photo

শনিবার সকাল ১১ টায় আয়োজক অনলাইন টেলিভিশন নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

পবিত্র কোরআনের বানী মানুষের দ্বারে দ্বারে পৌছে দেয়ার লক্ষ্য নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

photo

প্রতিযোগিতায় জেলাব্যাপী সহস্রাধিক কোরআনের হাফেজ অংশগ্রহণ করার লক্ষে রেজিস্ট্রেশন শুরু হয়েছে ।

হাজী আলী আকবর ফাউন্ডেশন হিফজুল কোরআন প্রতিযোগিতার স্পন্সর হিসেবে থাকছে আর্টিসান আউটফিটারস লিমিটেড, নিউ অ্যালুমিনিয়াম, রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ার, বৈজয়ন্তী ক্যাফে এন্ড রেস্টুরেন্ট, অনুষ্ঠানটির ইভেন্ট পার্টনার হিসেবে থাকছে ডিজাইন স্টুডিও।

নিউজ সেভেন্টি ওয়ান ডট  টিভি'রপাঁচ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হাজী আলী আকবর ফাউন্ডেশন  হিফ্জুল কোরআন প্রতিযোগিতাটি বাস্তবায়ন করার জন্য মুন্সীগঞ্জের ৬ উপজেলা থেকে গণ্যমান্য ওলামায়ে কেরামদের সমন্বয় করে পরিচালনা কমিটি গঠন করা হয়।

হাজী আলী আকবর ফাউন্ডেশন  হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৩ এর রেজিস্ট্রেশনের শেষ তারিখ নির্ধারণ করা হয় ২০ আগস্ট ২০২৩ইং তারিখ।

এ সময় নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির উপ-সম্পাদক জাহাঙ্গীর আলম জানান,
জেলাব্যাপী এই প্রথম হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।


এতে জেলার বিভিন্ন মাদ্রাসার হাফেজগণ ও বাহিরের হাফেজগণ অংশ নিতে পারবে। কোন ধরনের ফি ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে ফরম সংগ্রহ করে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
আমরা প্রতিযোগিতাটি সার্বিক ভাবে সফল করার জন্য প্রস্তুতি নিচ্ছি।

 

 সভায় পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা জানান, হাজী আলী আকবর ফাউন্ডেশন হিফজুল কোরআন প্রতিযোগিতার মধ্যে থাকছে দুটি বিভাগ, যেকোনো ১০ পারা এবং পূর্ণ ৩০ পাড়া।

তিনটি পর্বে হিফ্জুল কোরআন প্রতিযোগিতা টি অনুষ্ঠিত হবে।


প্রথম পর্বের রেজিস্ট্রেশন থেকে ৬ উপজেলায় বাছাইপর্ব অনুষ্ঠিত হবে, সেখান থেকে বাছাই হয়ে আসা প্রতিযোগিরা দ্বিতীয় পর্বের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, সেখান থেকে ফাইনাল রাউন্ডের জন্য প্রতিযোগীদের নির্বাচন করে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে।

এরমধ্যে উভয় গ্রুপের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের জন্য রয়েছে নগদ অর্থ, আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র।


হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি কতৃপক্ষ প্রতিযোগিতাটি সাফল্যমন্ডিত করার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন।


প্রতিযোগিতার সকল পর্ব গুলো নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির পর্দায় প্রচারিত হবে।

  • নিউজ ভিউ 4923