logo

শিরোনাম

নন্দীগ্রামে বিএনপি-শ্রমিক লীগের কর্মসূচিকে কেন্দ্র করে টানটান উত্তেজনা

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ৩১ আগস্ট, ২০২২ | সময়ঃ ১২:০০
photo
ছবিঃ প্রতিনিধি

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে বিএনপি ও জাতীয় শ্রমিক লীগের কর্মসূচিকে কেন্দ্র করে উভয় পক্ষের নেতাকর্মীদের মাঝে টানটান উত্তেজনা বিরাজ করছে। আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি  কর্মসূচিকে ঘিরে দিনদিন গরম হচ্ছে নন্দীগ্রামের রাজনীতির মাঠ। দলীয় সূত্রে জানা গেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম এবং মনির হোসেন হত্যার প্রতিবাদে বুধবার ( ৩১ আগস্ট) বিকেলে 
নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে সমাবেশ করার কথা রয়েছে বিএনপির।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির আহ্বায়ক রেজাউল করিম বাদশা। অপরদিকে জাতীয় শ্রমিক লীগ নন্দীগ্রাম উপজেলা শাখার আয়োজনে স্থানীয় বাসস্ট্যান্ডে বঙ্গবন্ধু চত্বরে শোকাবহ আগস্ট উপলক্ষে শোকসভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা। উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে আমাদের প্রতিবাদ সমাবেশের কর্মসূচি পূর্বনির্ধারিত।

 

শান্তিপূর্ণ পরিবেশে আমরা সমাবেশ করার প্রস্তুতি গ্রহণ করি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা বলেন, শোকাবহ আগস্ট উপলক্ষে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগ মাসব্যাপি নানা কর্মসূচি পালন করছে। এর অংশহিসেবে উপজেলা জাতীয় শ্রমিক লীগ শোক সভার আয়োজন করেছে। এবিষয়ে থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, আওয়ামী লীগের কর্মসূচির কথা আমার জানা আছে। বিএনপি কোথায় কর্মসূচি পালন করবে তা আমার জানা নেই। তবে কেউ যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। 

  • নিউজ ভিউ 864