নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
নিজস্ব প্রতিনিধি : নারায়ণগঞ্জের নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৯৯৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ৩০ বছর পর এক ব্যতিক্রমী মিলনমেলার আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
স্মৃতি, বন্ধন আর আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত হয় একটি প্রীতি ক্রিকেট ম্যাচ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টায় নারায়ণগঞ্জের জিমখানা আলাউদ্দিন খান স্টেডিয়ামে এই প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৯৯৫ সালে পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা দিয়ে বের হওয়া মোট ২২ জন প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
দীর্ঘ তিন দশক পর পুরোনো বন্ধুদের একত্রে পেয়ে মুখরিত হয়ে ওঠে জিমখানা আলাউদ্দিন খান স্টেডিয়াম। মাঠজুড়ে ফিরে আসে শৈশবের স্মৃতি, হাসি-আড্ডা আর আবেগঘন মুহূর্ত।
খেলায় অংশ নেওয়া বন্ধুরা তাদের ফেলে আসা স্কুলজীবনের নানা স্মৃতি স্মরণ করেন।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও পাঁচজন বন্ধু এবং নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির সম্পাদক জাহাঙ্গীর আলমের হাতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
দিনব্যাপী এই আয়োজন শৈশবের স্মৃতি, পুরোনো বন্ধুদের হাসি ও উৎসবমুখর পরিবেশে পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।
এ সময় বক্তারা মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহী হয়ে ওঠার আহ্বান জানান।
আয়োজকদের মতে, এমন আয়োজন শুধু স্মৃতিচারণই নয়, বরং সামাজিক বন্ধন দৃঢ় করার পাশাপাশি তরুণ প্রজন্মকে সুস্থ ও সচেতন জীবনধারার দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।