নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
জিতু রায়: মহান বিজয়ের মাস ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে সুইজারল্যান্ডে ব্যতিক্রমধর্মী পিঠা উৎসবের আয়োজন করে সুইস-বাংলাদেশ ইউনাইটেড কমিউনিটি। সুইজারল্যান্ডে বসবাসরত বাংলাদেশি পরিবারের নারীদের হাতে তৈরি অর্ধশতাধিক রকমের বাহারি পিঠায় উৎসবস্থল হয়ে ওঠে মুখর ও প্রাণবন্ত।
অনুষ্ঠানে স্বাধীন বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। চার ও পাঁচ বছর বয়সী শিশুদের আঁকা লাল-সবুজের পতাকা ও মুক্তিযুদ্ধের চেতনার ছবি সবার দৃষ্টি কাড়ে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের সভাপতি মোক্তার মোল্লা বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। সাধারণ সম্পাদক মাহফুজ শিকদার অতিথি ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক ববি।
বুধবার জুরিখ শহরের একটি আধুনিক হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠিত হয় পিঠা প্রতিযোগিতা। অর্ধশতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে বিচারকদের জন্য বিজয়ী নির্বাচন কঠিন হয়ে পড়ে। সবশেষে অতিথিদের জন্য মধ্যাহ্নভোজসহ বিভিন্ন পিঠা পরিবেশনের মাধ্যমে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয়।