মুন্সীগঞ্জে যোগ দিয়েই মাঠে নামলেন নবাগত পুলিশ সুপার, সব থানা ও ইউনিট পরিদর্শন

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২৫
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জে যোগ দিয়েই মাঠে নামলেন নবাগত পুলিশ সুপার, সব থানা ও ইউনিট পরিদর্শন

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মুন্সীগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার  মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় যোগদানের পরপরই জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশিং কার্যক্রম পর্যবেক্ষণের অংশ হিসেবে ধারাবাহিকভাবে সকল থানা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সদর কোর্ট ও পুলিশ লাইন্স পরিদর্শন করেছেন।

গত ১ ডিসেম্বর ২০২৫ খ্রি. থেকে ৬ ডিসেম্বর ২০২৫ খ্রি. পর্যন্ত তিনি মুন্সীগঞ্জ সদর থানা, টংগীবাড়ী থানা, গজারিয়া থানা, লৌহজং থানা, শ্রীনগর থানা, সিরাজদিখান থানা, পদ্মা সেতু থানা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশ লাইন্স সরেজমিনে পরিদর্শন করেন।


পরিদর্শনকালে পুলিশ সুপার  প্রতিটি ইউনিটের অফিসার ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সুবিধা-অসুবিধার কথা ধৈর্যের সঙ্গে শোনেন। তিনি সাধ্যমতো সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন এবং সবাইকে নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।


মুন্সীগঞ্জ সদর কোর্ট পরিদর্শনকালে তিনি কোর্ট এলাকার নিরাপত্তা বেষ্টনী পর্যালোচনা করেন এবং বিচারিক কার্যক্রমে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক ও তৎপর থাকার নির্দেশ দেন।

পরবর্তীতে তিনি জেলা পুলিশের একটি গুরুত্বপূর্ণ ইউনিট পুলিশ লাইন্স পরিদর্শন করেন।


সেখানে তিনি রিজার্ভ অফিস, রেশন স্টোর, এমআই রুম, ক্লোথিং স্টোর এবং পুলিশ সদস্যদের মেস ঘুরে দেখেন। মেসের খাবারের মান উন্নয়নের লক্ষ্যে নতুন কমিটি গঠনসহ মেনুতে পরিবর্তন আনা হয়।

পাশাপাশি মোটা চালের পরিবর্তে মিনিকেট চাল চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পুলিশ সদস্যদের কল্যাণে রেশন, মেডিকেল, আবাসন, খেলাধুলাসহ প্রতিটি দপ্তর সরেজমিনে পর্যবেক্ষণ করে উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।

পুলিশ সুপার  বলেন,
“মুন্সীগঞ্জবাসীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাই জেলা পুলিশের প্রধান লক্ষ্য। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে আমরা একটি নিরাপদ মুন্সীগঞ্জ গড়ে তুলতে চাই।”

জেলা পুলিশ সূত্র জানায়, মুন্সীগঞ্জবাসীর নিরাপত্তা বিধানে জেলা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।