মুন্সিগঞ্জে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ০৬ নভেম্বর, ২০২৫
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সিগঞ্জে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র পরিদর্শন

জিতু রায়: ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আওতাধীন ‘মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায়’ প্রকল্পের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মুন্সিগঞ্জ জেলার কয়েকটি শিক্ষাকেন্দ্র পরিদর্শন করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সিরাজদিখান উপজেলার নয়ানগর শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির ও গোপীনাথপুর শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরস্থ প্রাক-প্রাথমিক ও গীতাশিক্ষাকেন্দ্র পরিদর্শন করেন প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক সাদিকা সুলতানা এবং ফিল্ড সুপারভাইজার মো. মাজহারুল মাহফুজ।

পরিদর্শনকালে তারা কেন্দ্রের পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি ও সম্পৃক্ততা, এবং শিক্ষার মান উন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের ভূমিকা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি প্রাথমিক পাঠে তাদের আগ্রহ ও অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ সময় প্রকল্পের আওতায় শিক্ষা কার্যক্রম আরও প্রাণবন্ত ও ফলপ্রসূ করতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে কেন্দ্রগুলোর কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা ও মানোন্নয়নে প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করা হয়।

সহকারী প্রকল্প পরিচালক জনাবা সাদিকা সুলতানা বলেন, “এই প্রকল্পের মূল লক্ষ্য হলো মন্দিরভিত্তিক শিক্ষার মাধ্যমে শিশুদের নৈতিক, ধর্মীয় ও মানবিক মূল্যবোধে গড়ে তোলা। আমরা দেখেছি, শিক্ষক ও শিক্ষার্থীরা অত্যন্ত আন্তরিকভাবে কার্যক্রমে সম্পৃক্ত। নিয়মিত পাঠদান ও অনুশীলনের মাধ্যমে তারা ধর্মীয় শিক্ষার পাশাপাশি সামাজিক আচরণ ও চরিত্র গঠনের শিক্ষা লাভ করছে। ভবিষ্যতে এসব কেন্দ্রকে আরও আধুনিক ও কার্যকর করে গড়ে তুলতে আমরা কাজ করছি।”