মুন্সীগঞ্জ-বিক্রমপুর ছাত্রকল্যাণ পরিষদ, কবি নজরুল সরকারি কলেজে নবগঠিত কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ১৬ অক্টোবর, ২০২৫
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জ-বিক্রমপুর ছাত্রকল্যাণ পরিষদ, কবি নজরুল সরকারি কলেজে নবগঠিত কমিটি ঘোষণা

মুন্সীগঞ্জ প্রতিনিধি:


কবি নজরুল সরকারি কলেজস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর ছাত্রকল্যাণ পরিষদের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটি একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও ছাত্রবান্ধব সংগঠন, যা দীর্ঘদিন ধরে রাজধানীর উচ্চশিক্ষা গ্রহণরত মুন্সীগঞ্জ-বিক্রমপুরের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে।


ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. ফয়সাল হোসেন (বাংলা বিভাগ) এবং সাধারণ সম্পাদক হয়েছেন প্রীতি বিশ্বাস (ব্যবস্থাপনা বিভাগ)।


নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন- সিনিয়র সহ-সভাপতি নাভানা জান্নাত (হিসাববিজ্ঞান), সহ-সভাপতি মহিউদ্দিন (বাংলা), যুগ্ম সাধারণ সম্পাদক প্রশান্ত রাজ (হিসাববিজ্ঞান) ও ফজলে রাব্বি (রাষ্ট্রবিজ্ঞান), সাংগঠনিক সম্পাদক সিয়াম হোসেন দ্বীপ (রাষ্ট্রবিজ্ঞান), সহ-সাংগঠনিক সম্পাদক জিহাদ মিয়া (ব্যবস্থাপনা) ও সাজেদ খান (ভূগোল ও পরিবেশ)।

দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (ইতিহাস), সহ-দপ্তর সম্পাদক লামিয়া আক্তার (রাষ্ট্রবিজ্ঞান), অর্থ-বিষয়ক সম্পাদক আলিফ আক্তার (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি), সহ অর্থ সম্পাদক পরাগ রায় (গণিত), প্রচার সম্পাদক রাফসিন খান আকাশ (রাষ্ট্রবিজ্ঞান), সহ-প্রচার সম্পাদক নকিবুল ইসলাম জায়েদ (ইন্টার)।


ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মাহিয়া হোসেন দিয়া (রাষ্ট্রবিজ্ঞান), সহ সম্পাদক রিদোওয়ানা (রাষ্ট্রবিজ্ঞান), ছাত্রী বিষয়ক সম্পাদক সামিনা দেওয়ান (ব্যবস্থাপনা), সহ ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস জেসিকা (ইংরেজি)।


এছাড়াও, ধর্ম বিষয়ক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মন্দিরা দাস (পদার্থবিজ্ঞান), আইন বিষয়ক সম্পাদক জোবায়ের তাজ (গণিত), সহ আইন সম্পাদক তাহসিন আহমেদ (মার্কেটিং), প্রকাশনা সম্পাদক ইসরাত জাহান খান (প্রাণীবিদ্যা), ক্রীড়া সম্পাদক টুটুল রায় (প্রাণীবিদ্যা) এবং সাহিত্য সম্পাদক অভিজিৎ কুমার পাল (ব্যবস্থাপনা) দায়িত্ব পেয়েছেন।


কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন অনিমা ঘোষ পূজা, তুলি ঘোষ, শাহেদ শান্ত, নুপুর রাণী দাস, খালেদুর রহমান অমি, মিথিলা মেহজাবিন, খাদিজাতুল কুবরা, নিলয় কর্মকার, মারিয়া মিমি প্রমুখ।


উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন- প্রধান উপদেষ্টা মোঃ রবিউল ইসলাম, সম্মানিত উপদেষ্টা হাফিজুল ইসলাম খান, মিজানুর রহমান মিজান, জহিরুল ইসলাম জানু, আতিকুর রহমান আতিক, আশরাফুল কবির (জিসান), আনিসুল ইসলাম, আরিফ হোসেন, আহসান আবির অপু, রাজন ঘোষ, আমিনুল ইসলাম, বায়জিদ (শ্রাবণ) এবং কার্যকরী উপদেষ্টা হিসেবে রোমান আহমেদ, সুস্মিতা সুলতানা, হামিদুল ইসলাম লিংকন, সজীব শিকদার, আরমান হাসান, মাহমুদ সরকার, আবির টুটুল, জোবায়ের আহমেদ ফারুক, জাহিদ হাসান সাগর, আর এম সাফিন, এস এম হাসান।

 

কমিটি ঘোষণার পর সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, মুন্সীগঞ্জ-বিক্রমপুরের শিক্ষার্থীদের অধিকার, ঐক্য ও সেবায় এই সংগঠন সবসময় পাশে থাকবে। শিক্ষা ও সংস্কৃতিমুখী ক্যাম্পাস গঠনে আমরা একসাথে কাজ করব।