গাজীপুর শহরের একটি ফ্ল্যাট বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার আক্কাস আলী মরদেহ

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২৫
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
গাজীপুর শহরের একটি ফ্ল্যাট বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার আক্কাস আলী মরদেহ

জাহাঙ্গীর আলম :  মুন্সিগঞ্জের পরিচিত ক্লিনিক ব্যবসায়ী ও জেলা শ্রমিক লীগের সভাপতি  আক্কাস আলী গাজীপুর শহরের একটি ফ্ল্যাট বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।


 সোমবার ২২ সেপ্টেম্বর দুপুরে উত্তর ছায়া বৃথী এলাকার হক্কানী  হাউজিং এর আবেদ প্লাজার ৫ তলায় একটি কক্ষ থেকে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

 নিহত আক্কাস আলী (৪৭) মুন্সিগঞ্জ সদরের বাগমামুদালী পাড়ার  মৃত হাফেজ আলীর ছেলে তিনি মুন্সিগঞ্জ শহরের মেডিস্টার ডায়াগনস্টিক সেন্টার ও রেনেসা ডায়াগনস্টিক সেন্টারের মালিক।

 গাজীপুর মহানগর সদর থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান  তিনি আত্মহত্যা  করে থাকতে পারেন।

 ওসি জানান আক্কাস আলী তার বন্ধু জাহিদ হাসান ঢালির ওই ফ্লাটে ২০ দিন আগে উঠেছেন ব্যবসায়িক লোকসান ও ঋণগ্রস্ত হয়ে অর্থসংকটে ছিলেন  এবং  মানসিকভাবে হতাশাগ্রস্থ ছিলেন এসব কারণে  প্রায় সময় পরিবারের লোকজনের সাথে তার ঝগড়া বিবাদ হতো ইতিপূর্বে তিনি দুইবার আত্মহত্যার চেষ্টা করেন।  

ওসি বলেন সকাল ১০ টা থেকে বেলা  ৩টার মধ্যে কোন এক সময় খালি বাসায় সিলিং ফ্যানের  সাথে গলায় গামছা পেছিয়ে আত্মহত্যা করে থাকতে পারে।  

  স্থানীয় লোকজন থেকে ৯৯৯ নাম্বারে  কল পেয়ে  লাশ  উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।