মেয়েদের ক্যারিয়ার প্ল্যানিং সেমিনার: অংশ নিলেন ১২০০ শিক্ষার্থী

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২৫
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক

মেয়েদের ক্যারিয়ার প্ল্যানিং সেমিনার: অংশ নিলেন ১২০০ শিক্ষার্থী

মো. রাহিদ হোসেনঃ 

প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আজ অনুষ্ঠিত হলো “মেয়েদের ক্যারিয়ার প্ল্যানিং বিষয়ক সেমিনার”। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১২০০ মেয়ে শিক্ষার্থী অংশগ্রহণ করে, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।


সেমিনারে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমা নাহার এবং জেলা কমান্ড্যান্ট।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মারুফা আক্তার। আলোচক হিসেবে বক্তব্য রাখেন সরকারি মহিলা কলেজের প্রভাষক শামীমা নাসরিন এবং স্কয়ার হসপিটালের এএমও ডা. সিনথিয়া খানম অর্নি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক ফাতেমা শারমিন ও জিতু রায়।  

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির প্রায় ১ হাজার শিক্ষার্থী এবং এভিজেএম স্কুলের দুই শতাধিক শিক্ষার্থী সেমিনারে অংশ নেয়। বক্তারা শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনায় সঠিক দিকনির্দেশনা প্রদান করেন এবং প্রশ্নোত্তর পর্বে তাঁদের জিজ্ঞাসার উত্তর দেন।

সেমিনারে উপস্থিত অতিথিরা বলেন, সঠিক ক্যারিয়ার পরিকল্পনা ভবিষ্যতে মেয়েদের আত্মনির্ভরশীল করে তুলবে এবং দেশের উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।