নিয়ামতপুর স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার প্রণব কুমার সাহাকে বিদায়ী ও সংবর্ধনা

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ০৫ জুলাই, ২০২৫
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
নিয়ামতপুর স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার প্রণব কুমার সাহাকে বিদায়ী ও সংবর্ধনা

নুরনবি হাসান নওগাঁ ঃ

 নওগাঁ  নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক  মেডিকেল অফিসার প্রণব কুমার সাহাকে নিয়ামতপুর উপজেলা বাসির পক্ষ থেকে  শনিবার ৫ জুলাই   বিদায় ও সংবর্ধনা দেন  আল ফুয়াদ ইমন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা সাস্থ অফিসার মো: ফায়সাল নাহিদ পবিত্র, মেডিকেল অফিসার মো:কায়সার,ল্যাব টেকনোলজিস্ট মো: মমিনুর ইসলাম

 

 আল ফুয়াদ ইমন বলেন বিদায় খুব ছোট্ট একটা শব্দ। কিন্তু এর ওজন অনেক বেশি।

 

সময় কত তাড়াতাড়ি অতিবাহিত হয়ে যায়।   এইতো সেদিন স্যার আসলেন আমাদের মাঝে। এসেই নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে নিজের করে নিলেন। সেই সাথে আপন করে নিলেন নিয়ামতপুর উপজেলার মানুষদেরকে। দিনরাত নিরলস ভাবে সেবা দিয়ে গেছেন আমাদের। সময় বয়ে চলে,কর্মব্যস্ত জীবনের পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী আত্রাই নদীর পানিও বয়ে গেছে বহুদূর।আর সেই বয়ে চলা জীবনের প্রাকৃতিক নিয়মের পথ ধরেই স্যারকে আজ আমরা বিদায় জানাচ্ছি ভারাক্রান্ত হৃদয়ে। 

 

করোনাকালীন সময়ে আপনার নির্ভীক চিকিৎসা সেবা এবং বিগত ৬টি বছর নিরলস ভাবে নিয়ামতপুরবাসীকে যে  স্বাস্থ্য সেবা প্রদান করেছেন তার জন্য আমরা চিরকৃতজ্ঞ।আপনার মমতা, দায়িত্ববোধ ও নিষ্ঠা আমাদের মাঝে উদাহরণ হয়ে থাকবে। 

আপনার ভবিষ্যৎ পথ হোক -আরো উজ্জ্বল, সুন্দর ও সাফল্যে পরিপূর্ণ, এই প্রার্থনাই করি।

 আপনি সবসময় যেভাবে পরামর্শ দিয়েছেন তা কেবল একজন বড়ভাই ই করে। আমি আপনার সান্নিধ্যে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি ।নিয়ামতপুর উপজেলা বাসি আপনাকে আজীবন মনে রাখবে।