কোর্টে মামলা খোঁজেছে পুলিশ পঞ্চসারে টাকা নিয়েও জমি লিখে দেয়নি মোঃ আনোয়ার হোসেন

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ১৮ মে, ২০২৫
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
কোর্টে মামলা খোঁজেছে পুলিশ পঞ্চসারে টাকা নিয়েও জমি লিখে দেয়নি মোঃ আনোয়ার হোসেন

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর গ্রামের
বাসিন্দা মোহাম্মদ করিম বেপারীকে জমি দেওয়ার কথা বলে টাকা নিয়েও জমি লিখে দেয়নি মোঃ
আনোয়ার হোসেন নামে এক প্রতারক। এ ব্যাপারে পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর গ্রামের মোঃ
মজিবুর রহমান ও সুরাইয়া বেগমের পুত্র মোহাম্মদ করিম বেপারী রিকাবি বাজার উত্তর
রামগোপালপুর গ্রামের আবুল হাশেম ও আম্বিয়া খাতুনের পুত্র মোঃ আনোয়ার হোসেনের
বিরুদ্ধে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলী আদালত মুন্সীগঞ্জে মামলা দায়ের
করেন। সিআর মোকাদ্দমা নম্বর ১৭৫/২৫। বাদী মোঃ করিম বেপারী মামলায় উল্লেখ করেন আসামী
রামগোপালপুর এলাকায় তার মালিকানাধীন রাস্তা সংলগ্ন ২ শতাংশ জমি একতলা বিল্ডিং সহ ১০ লক্ষ
টাকা মূল্য নির্ধারণ করে বিক্রি করতে সম্মত হন। সে মোতাবেক গত ২০২৪ সালের মার্চ মাসের
১২ তারিখে নিজ বাসভবনে আনোয়ার হোসেনকে নগদ সাড়ে ৪ লাখ টাকা প্রদান করি। ৬ মাসের
মধ্যে বাকী সাড়ে ৫ লাখ টাকা নিয়ে জমি সাফ কবলা দলিল সম্পাদন ও রেজিষ্ট্রেশন করে মোহাম্মদ
করিম বেপারীর কাছে অর্পন করবে এমন আশ^াস দেয়। কিন্তুু মোঃ আনোয়ার হোসেনকে বারবার
তাগাদা দেওয়া সত্তে¡ও সে বাকি টাকা গ্রহণ করে দলিল সম্পাদন ও রেজিস্ট্রেশন করে দেয় নাই।
আমি মোঃ আনোয়ার হোসেন নিকট টাকা ফেরত চাইলে আসামী বাদীকে উক্ত পাওনা
পরিশোধের নির্মিত্তে সিটি ব্যাংক লিমিটেড এর চেক নম্বর পন-নং ৩৫৩৫৭৪৭ তারিখ
১৫/১২/২০২৪ ইং যাহার একাউন্ট নম্বর ২১০১০৯৯০১৮০০১ টাকার পরিমান ৪৫০০০০/ টাকা ইস্যু
করেন। বাদী গত ৯/ ১২/ ২০২৪ ইং তারিখ অগ্রণী ব্যাংক লিমিটেড রামগোপালপুর শাখা
মুন্সীগঞ্জে নগদায়নের জন্য চেকটি জমা দেন কিন্তু আসামীর উক্ত ব্যাংক নম্বরে অপর্যাপ্ত ফান্ডের
কারনে চেকটি অপরিশোধিত অবস্থায় ডিজঅনার হয়। পরে আসামী মোঃ আনোয়ার হোসেনকে
উকিল নোটিশ দেওয়া হলে ৩০ দিনের মধ্যে টাকা পরিশোধ করতে বলা আসামীর উক্ত ব্যাংক নম্বরে
অপর্যাপ্ত ফান্ডের কারনে চেকটি অপরিশোধিত অবস্থায় ডিজঅনার হয়। পরে আসামীকে উকিল
নোটিশ দেওয়া হলে ৩০ দিনের মধ্যে টাকা পরিশোধ করতে বলা হলেও পরিশোধ করতে ব্যর্থ হন।বিজ্ঞ
আদালত প্রতারক মোঃ আনোয়ার হোসেনের বিরুদ্ধে ওয়ারেন্ট জারী করেন।এমনকি টাকা ফেরত
দিতে টালবাহানা শুরু করেন। প্রতারক আনোয়ার হোসেনকে ধরিয়ে যে কোন থানায় সোপর্দ
করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান বাদী ভূক্তভোগী আব্দুল করিম বেপারী ।

এমনকি প্রতারক আনোয়ার হোসেনকে ধরিয়ে দিতে পারলে সন্ধান দাতাকে ২০ হাজার টাকা পুরস্কার

প্রদান করা হবে বলে জানিয়েছেন মামলার বাদী আব্দুল করিম বেপারী। প্রতারক আনোয়ার হোসেন
নারায়নগঞ্জের ফতুল্লা থানাধীন মাসদাইর গাইবান্ধা বাজার এলাকায় শ্যালকের বাড়িতে
আতœগোপন করে থাকতে পারে। কেউ সন্ধান পেলে ০১৯২৪৪৭৫৫০৯ নাম্বারে যোগাযোগ করার
জন্য অনুরোধ জানিয়েছেন।