রাহিদ হোসেনঃ
বাংলাদেশী প্রবাসী দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীকে তার নিজ প্রতিষ্ঠানে ঢুকে সন্ত্রাসীরা (১০ই মে)শনিবার হত্যা করেন ।
মুন্সিগঞ্জ সদর উপজেলার মীরকাদিম পৌরসভার উত্তর কাগজিপাড়া এলাকার করিম মাদবর (৫৫) দীর্ঘ ২৫ বছর যাবৎ দক্ষিণ আফ্রিকার ইস্টার্নকেপ প্রভিন্সের স্টেকস্প্রিট অঞ্চলের মাকাতুমা গ্রামে ব্যবসা করে আসছেন। কত শনিবার ১০ই মে দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীরা ডাকাতির উদ্দেশ্য তার নিজ দোকানে ঢুকে হাত বেঁধে, গামছা পেছিয়ে শ্বাসরুদ্ধকর করে হত্যা করে তাকে।
পরিবারে লোকজনের সাথে কথা বলে জানা যায় ভাগ্য পরিবর্তনে জন্য ২৫ বছর পূর্বে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান করিম মাদবর । সেখানেই দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসছিলেন তিনি।
তিনি পরিবারে স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। তার মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে আসে। পরিবারের পক্ষ থেকে তার মরদেহ বাংলাদেশে নিয়ে আসা হয় গতকাল (১৮ই মে) রবিবার ভোর ৫ টায় । পরে সকাল ৮ টায় তার জানাজা শেষে দাফন অনুষ্ঠিত হয়। সময় পরিবারের লোকজনসহ এলাকাবাসী তার রুহের মাগফিরাত কামনা করেন।