নিজস্ব প্রতিনিধি: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ছাদ উড়ে যাওয়ার পরেও বেপরোয়া গতিতে বাস চালিয়ে লংকা কান্ড ঘটানো সেই চালককে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার দুপুরে লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বাস চালককে গ্রেপ্তারের খবর নিশ্চিত হাসাড়া হাইওয়ে পুলিশের ওসি মো.আব্দুল কাদের জিলানী।
তিনি জানান, মঙ্গলবার রাত ৯টার
দিকে দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকার ধলেশ্বরী টোলপ্লাজা থেকে বাসচালক শহিদুল শেখকে (৩০) গ্রেপ্তার করা হয়।
সে গোপালগঞ্জ
জেলার মোকসেদপুর থানার ফজলু শেখের
পুত্র।
গত ১৭ এপ্রিল রাতে ৬০ জন
যাত্রী নিয়ে ঢাকার সায়েদাবাদ থেকে ছেড়ে আসে বরিশাল এক্সপ্রেস। রাত ৯টার দিকে
ঢাকা- মাওয়া এক্সপ্রেসওয়ের দোগাছি এলাকায় নিয়ন্ত্ৰণ হারিয়ে সংঘর্ষে জড়ায় বাসটি।
এসময় বাসের ছাদ উড়ে গেলেও যাত্রীদের ঝুঁকিতে ফেলে আরও দ্রুতগতিতে ১০ কিলোমিটার চালিয়ে কুমারভোগ এলাকায় বাসটি রেখে পালিয়ে যান চালক।
পরপর তিন দফা দুর্ঘটনার কবলে পড়ে আহত হয় বাসে থাকা অন্তত ২০ যাত্রী।
এ ঘটনায় হাসাড়া হাইওয়ে থানায় সড়ক
পরিবহন আইনে বাদী হয়ে মামলা দায়ের
করেন পুলিশের উপপরিদর্শক আতিউর
রহমান।