শিশুপার্কের সুন্দর পরিবেশ সৃষ্টি ও বিনোদনের জন্য জেলা প্রশাসক শিশু পার্কের কাজ শুরু

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ০৫ মে, ২০২৫
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
শিশুপার্কের সুন্দর পরিবেশ সৃষ্টি ও বিনোদনের জন্য জেলা প্রশাসক শিশু পার্কের কাজ শুরু

নিজস্ব প্রতিনিধি :  সঠিক তদারকি ও রক্ষণাবেক্ষণের অভাবে মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসারে ধলেশ্বরী নদীরপাড়ে ১২ শতাংশ জমিতে ২০২৩ সালে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত জেলার একমাত্র জেলা প্রশাসক শিশু পার্কের বেহাল দশা ।  

সন্ধা নামলেই শিশু পার্কের ভেতরে বসে মাদক সেবনের আড্ডা।


শিশুদের বিনোদনের জন্য তৈরি করা এই পার্ক সংস্কারের কাজ শুরু হয়েছে।  

  শিশু পার্কের খেলনার সরঞ্জাম গুলো বেশির ভাগই অবস্থা ভাংগা ও নষ্ট। পুরো শিশু পার্কের বালির সাথে ময়লা আবর্জনা ছড়ানো ছিটানো। দোলনা দুইটি থাকার কথা থাকলেও একটি উধাও,  পার্কের জিরাফ ও বাঘের ভাষ্কর্যের অস্তিত্ব এখন আর নেই । এমন পরিস্থিতিতে 

জেলা প্রশাসক শিশুপার্কের সুন্দর পরিবেশ সৃষ্টি ও বিনোদনের জন্য একটি আদর্শ শিশু পার্ক তৈরিতে সদর উপজেলা প্রশাসন নতুন ভাবে  জেলা প্রশাসক শিশু পার্কের কাজ শুরু করেছে  উপজেলা প্রশাসন। এছাড়াও  সারা বছর তত্ত্বাবধানের মাধমে সব সময় শিশু পার্কটি শিশুদের বিনোদনের জন্য উপযুক্ত করে রাখার কথা  জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান ।  

  পার্কটির কাজ শুরু হওয়া জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী 

উল্লেখ্য, মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার দারুসসুন্নাহ ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার সামনে ১২ শতাংশ জমির ওপর ২০২৩ সালে উপজেলা উন্নয়ন তহবিল থেকে ৯ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে জেলা প্রশাসক শিশুপার্ক নির্মাণ করা হয়। শিশুপার্ক নির্মাণ কাজটি পরিকল্পনায় ও বাস্তবায়ন করেন তৎকালীন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মো. আল-জুনায়েদ। ২০২৩ সালের ১০ই আগস্ট শিশুপার্কটি উদ্বোধন করেন তৎকালীন জেলা প্রশাসক মোঃ আবুজাফর রিপন।