টঙ্গিবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার তস্তিপুর গ্রামে পুকুরে মাছ ধরার জন্য গাছের ডাল ফেলতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যূ হয়েছে।
এ সময় আরো ৩ জন আহত হয়েছে। নিহত আবির দেওয়ান (১৪) তস্তিপুর গ্রামের আলমগীর দেওয়ান এর ছেলে। আহতরা হলো একই বাড়ির মোঃ রতন দেওয়ান (৩৮) , আল আমিন দেওয়ান (৩৫) ও মোহন মোল্লা (৪০) । আহতদের টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা গেছে আজ বৃহস্পতিবার ( ১৭ এপ্রিল) দুপুর নিহত ও আহতরা মিলে দুপুর ২টার দিকে তাদের বাড়ির সামনের পুকুরে গাছের ডালা কেটে মাছ ধরার জন্য পুকুরে ফেলছিল। এ সময় বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাত হলে আবির দেওয়ান(১৪) বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় এবং রতন দেওয়ান, আল আমিন দেওয়ান ও মোহন মোল্লা আহত হয়।
এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানা ওসি মহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত অবস্থা প্রক্রিয়াধীন।