মুন্সীগঞ্জে মাদকাসক্ত ভাতিজার আক্রমণে গুরুতর আহত চাচাসহ ১জন আহত

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৫
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জে মাদকাসক্ত ভাতিজার আক্রমণে গুরুতর আহত চাচাসহ ১জন আহত

মো. জাহাঙ্গীর আলম: মুন্সীগঞ্জে  মাদকাসক্ত  ভাতিজার আক্রমণে গুরুতর আহত  চাচা।  

মঙ্গলবার ১৫এপ্রিল সকাল ৯টায় মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল  ইউনিয়নের দেওসার এলাকায় এ ঘটনা ঘটে।


আহত চাচার নাম নাসির শেখ (৪০) তিনি একই এলাকার মৃত আমির হোসেন শেখের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


 স্থানীয় সূত্র জানায়, নাসির শেখ সকালে বাসা থেকে বের হয়ে রামপাল ইউনিয়নের দাওসার এলাকার ধলাগাঁও বাজার এলাকায় যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে ছিল।  

এ সময় অতর্কিতভাবে মাদকাসক্ত  ভাতিজা  দীপু শেখ  (৩০)আপন চাচা নাসির শেখের উপর চলন্ত অটো উঠিয়ে দিয়ে গুরুতর আহত করে।   তাকে রক্ষা করতে একই এলাকার মোহাম্মদ আলমগীর শেখ (৫২) এগিয়ে আসলে  তার উপর অটো উঠে দিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।  


জানা যায় মাদকাসক্ত দিপু শেখের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছিল চাচা নাসির শেখের সাথে 

এ বিষয়ে স্থানীয় এলাকাবাসী বলেন দিপু শেখ দীর্ঘদিন যাবত এলাকায়  মাদক ব্যবসা করে আসছে সেই সাথে সে ছিল মাদকাসক্ত।  

এলাকার তরুণরা সমাজবাসী ও চাচা  মাদক ব্যবসায়ী দিপু শেখকে মাদক সেবন ও বিক্রিতে  বাধা দেয়া  মাদকাসক্ত ভাতিজা  এ ধরনের জঘন্য কাজ করেছে বলে জানান । 


সমাজ থেকে মাদকাসক্ত ব্যক্তি ও মাদক ব্যবসায়ীদের নির্মূল করতে প্রশাসনের সহযোগিতা চাইলেন দক্ষিণ দেওসার এলাকাবাসী। 

সেই সাথে তারা স্থানীয় দক্ষিণ দেওসার  সমাজবাসী রামপাল ইউনিয়নের দেওসার গ্রামকে মাদকমুক্ত করার ঘোষনা দেন ও মাদক ব্যবসায়ী দিপু শেখের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।