নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সুইজারল্যান্ড শাখার তত্ত্বাবধানে
দীর্ঘ ২৪ বছর পর বাসেল শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। গত ২ ফেব্রুয়ারী (রবিবার)
বাসেল শহরের প্রাণকেন্দ্রে একটি আধুনিক হোটেলে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই কমিটির ঘোষণা করা হয়।
বাসেল বিএনপির সাত সদস্যের কমিটি ঘোষণা দেন সুইজারল্যান্ড বিএনপি'র সভাপতি মোফাজ্জল মল্লিক সাজিল ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন কাউসার। এতে
ব্যাপক জন-সমর্থন এবং উপস্থিত সকল সদস্যদের মমর্থন নিয়ে সভাপতি হিসেবে আব্দুল মান্নান এবং সাধারণ সম্পাদক সম্রাট হোসেনের নাম ঘোষণা করেন সুইজারল্যান্ড বিএনপি'র নেতৃবৃন্দ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, প্রধান উপদেষ্টা সাব্বির তালুকদার, উপদেষ্টা খোরশেদ আলম খান, সভাপতি আব্দুল মান্নান,
সিনিয়র সহ-সভাপতি মাসুদ মিয়া, সাধারণ সম্পাদক সম্রাট হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. রাজিব। পরে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলের শুভেচ্ছা জানায় বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
এর আগে বাসেলের বিভিন্ন শহর থেকে আসা বিএনপির নেতা-কর্মীদের উপস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেন নব নির্বাচিত কমিটি। বাসেলে বসবাসরত নেতাকর্মীদের উদ্দেশ্যে
দেয়া বক্তব্যে নবগঠিত কমিটির সভাপতি
আব্দুল মান্নান বাসেল বিএনপিকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম শক্ত ঘাটি হিসেবে গড়ে তোলার
প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সাধারণ সম্পাদক সম্রাট হোসেন তার বক্তব্যে বলেন সুইজারল্যান্ড বিএনপি'র সভাপতি
মোফাজ্জল মল্লিক সাজিল বাসেল বিএনপির কমিটি গঠন করে দীর্ঘ ২৪ বছরের অচল অবস্থার অবসান করেছেন।
অনুষ্ঠানের অতিথি সুইজারল্যান্ড বিএনপি'র সভাপতি মোফাজ্জল মল্লিক সাজিল তার বক্তব্যে সুইজারল্যান্ডের প্রতিটি শহরে ধারাবাহিকভাবে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরো অধিক শক্তিশালী করতে তাদের সার্বিক সহযোগিতার কথা ব্যক্ত করেন।