বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আয়োজনে পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ০৪ ফেব্রুয়ারী, ২০২৫
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আয়োজনে পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি:মুন্সীগঞ্জ জেলার টেলিভিশন সাংবাদিকদের আঞ্চলিক সংগঠন বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এর আয়োজনে পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা  অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৩ ফেব্রুয়ারি  সন্ধ্যায় শ্রীনগরে ডাক বাংলা মোড়ে অবস্থিত  সংগঠনটির কর্যালয়ে সংগঠনের সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম তরিকুল ইসলাম মাহবুব এর পরিচালনায় ও সাংগঠনিক সম্পাদক আরাফাত রায়হান সাকিবের সঞ্চালনায় এ সময়ে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার জাহিদুল ইসলাম বিপ্লব,শ্রীনগর থানার অফিসার ইনচার্জ সাকিল আহম্মেদ,মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকা, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক এনটিভির স্টাফ রির্পোটার 
মঈনউদ্দিন সুমন, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মাসুদ খান,শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের কার্যকরী সদস্য মো. সুজন পাইক,কোষাধ্যক্ষ মো:আসাদুজ্জামান জীবন,প্রচার ও দপ্তর সম্পাদক মো:মেহেদী হাসান সুমন, তথ্য প্রযুক্তি ও সাহিত্য বিষয়ক সম্পাদক আপন সরদার,সমাজ কল্যান ও ক্রীয়া বিষয়ক সম্পাদক আফরোজা আক্তার শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি মো:আরিফ হোসেন টিপু,সাধারণ সম্পাদক আরিফুর রহমান শ্যামল,টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ,লৌহজং প্রেসক্লাবের সধারণ সম্পাদক মো:জাকির হোসেন সিকদার, শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনসহ আরো অনেকেই।