মোঃ জাহাঙ্গীর আলম : মুন্সীগঞ্জে “এসো দেশ বদলাই পৃথিবী বদলায় ” প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা (অনুর্ধ্ব -১৭) বর্ণাঢ্য আয়োজন এর মধ্য দিয়ে শুরু হয়েছে ।
রবিবার ১৯শে জানুয়ারি মুন্সিগঞ্জে বীরশ্রেষ্ঠ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে জাতীয় পতাকা, প্রতিটি দলের দলীয় পতাকা উত্তোলন ও বেলুন পায়রা উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। উদ্বোধনী অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রিয়া অফিসার খাদিজা আক্তার পরে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত বলেন...
মুন্সীগঞ্জ জেলা ষ্টেডিয়ামে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট জেলা পর্যায়ে বালক ও বালিকা (অনুর্ধ্ব -১৭)
১ টি পৌরসভা সহ ৬টি উপজেলা অংশগ্রহন করছে।
মুন্সীগঞ্জ জেলা ষ্টেডিয়ামে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা (অনুর্ধ্ব -১৭) টঙ্গীবাড়ী উপজেলার ও শ্রীনগর উপজেলার খেলার মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয় ।
মুন্সিগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে
আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) মোহাম্মদ হুমায়ুন রশিদ ,অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ রেজাউর করিম এবং ৬ উপজেলার নির্বাহী অফিসার গণ।
আগামী ২৬ জানুয়ারী ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।