মুন্সিগঞ্জ শহর শহীদ জিয়া পরিষদের কমিটি ঘোষণা সভাপতি মো. শিপলু আক্তার আলি , সাধারণ সম্পাদক সিফাত ইসলাম

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২৫
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সিগঞ্জ শহর শহীদ জিয়া পরিষদের কমিটি ঘোষণা সভাপতি মো. শিপলু আক্তার অলি , সাধারণ সম্পাদক সিফাত ইসলাম

 জাহাঙ্গীর আলম : মুন্সিগঞ্জ  জেলার  উপজেলার  শহর শহীদ জিয়া পরিষদের ৪৭ সদস্য বিশিষ্ট  কমিটি ঘোষণা করা হয়েছে।

গতকাল ৭ জানুয়ারি মঙ্গলবার  জেলা কমিটির সভাপতি রায়হান শেখ  ও সাধারণ সম্পাদক রায়হান দেওয়ান স্বাক্ষরিত মুন্সিগঞ্জ শহরের  ৪৭ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করা হয়।

এতে মো. শিপলু আক্তার অলি  সভাপতি ও মো. সিফাত ইসলাম কে সাধারণ  সম্পাদক এবং সিনিয়র সহ সভাপতি বিজয়, সিনিয়র  যুগ্ম সাধারণ সম্পাদক শৈশব, সহ সভাপতি কাউসার ইসলাম, রাকিব গাজী ,অর্ণব আহমেদ তাকছিপ,আব্দুস সাত্তার রিফাত,   সাংগঠনিক সম্পাদক নাঈম আহমেদ রায়হান,  সদস্য জুয়েল, সিয়াম, আব্দুর রাজ্জাক প্রান্ত ও কাউসার সহ ৪৭সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা  করা হয়।   

ঘোষিত এ কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে শহরের সকল ইউনিটের কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।