টঙ্গিবাড়ীতে নতুন ভবনে জনতা ব্যাংক বেতকা শাখার উদ্বোধন

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২৪
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
টঙ্গিবাড়ীতে নতুন ভবনে জনতা ব্যাংক বেতকা শাখার উদ্বোধন

জাহাঙ্গীর আলম: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বেতকা বাজারে নতুন ভবনে জনতা ব্যাংক পিএলসি শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।   বৃহস্পতিবার  বিকাল ৩ টায় বেতকা বাজারের খান প্লাজায় ব্যাংকের এই শাখার উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠাকালীন সময় থেকেই মুন্সীগঞ্জের প্রাচীন বানিজ্যিক নগরী বেতকা বাজারে সেবা দিয়ে আসছিলো ব্যাংকটি। পুরতান ভবন থেকে স্থানান্তর করে আধুনিক বিশ্বের যুগোপযোগী সকল ব্যাংকিং সুবিধা নিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত নতুন ভবনে এই শাখার উদ্বোধন করা হলো।  

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসির
ঢাকা দক্ষিণের বিভাগীয় কার্যালয়ের মহাব্যাবস্থাপক মিজানুর রহমান।


জনতা ব্যাংক পি এল সি মুন্সীগঞ্জ এরিয়া অফিস এর সহকারী মহাব্যাবস্থাপক আবু আল মামুনের সভাপতিত্বে বেতকা শাখার ব্যাবস্থাপক মো. গাওসেল আজম এর সঞ্চালনায় অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ এর বিভাগীয় কার্যালয় এর উপ-মহাব্যাবস্থাপক মো. আব্দুল হাই, ঢাকা দক্ষিণ এর বিভাগীয় কার্যালয় উপ-মহাব্যাবস্থাপক ড. সাহা চঞ্চল কুমার। এসময় আরও উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ, সাধারণ সম্পাদক মো. রনি শেখ, বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি কে এম জহিরুল ইসলাম লেলিন, বেতকা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নুর আলম সিদ্দিক, হাবিবুর রহমান হবি বেপারী, ইউপি সদস্য মনির হোসেন খান রুবেল, কাজী আওলাদ হোসেন, নবী হোসেন, আশ্রাফ হোসেন সুজন সহ বিভিন্ন উপজেলার ব্যাংক ব্যাংকের কর্মকর্তারা।  

অনুষ্ঠানে বক্তারা আধুনিক পরিসরে ব্যাংকের পরিবেশের ভুয়সী প্রশংসা করেন এবং শাখার সেবার মান নিয়ে সন্তুষ্ঠি প্রকাশ করেন। “জনতা ব্যাংক, আমাদের ব্যাংক” স্লোগানের সাথে একাত্মতা প্রকাশ করে জনতা ব্যাংকের পাশে থেকে ব্যাংক- কে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।