মুন্সীগঞ্জ মমিন বিশ্বাস :
বিশ্ব ইজতেমা নিয়ে যেন উত্তেজনা থামছেনা যতই ঘনিয়ে আসছে ইজতেমা ততই উত্তেজনা বাড়ছে একের পর এক এবার তাবলিগ জামাতের একাংশের আমির মাওলানা সাদ’কে আসন্ন বিশ্ব ইজতেমায় আনতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন তাঁর অনুসারীরা।
সোমবার সকালে তাবলীগ জামাত বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলার আমির ডাঃ সিরাজুল হক চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল জেলা প্রশাসক, পুলিশ সুপার ও মুন্সীগঞ্জ সেনাবাহিনী ক্যাম্পে গিয়ে এই স্মারকলিপি জমা দেন। এসময় উপস্থিত ছিলেন তাবলীগ জামাত বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলার শূরা হাজী ফজলুল হক, সদস্য মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা আব্দুল জলিল ও মাওলানা আব্দুল মালেকসহ আরো অনেকে।
স্মারকলিপিতে তাবলীগ জামায়াতের বিশ্ব আমির মাওলানা সাদ কে বাংলাদেশে প্রবেশের অনুমতি নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপ দাবি করা হয়েছে। এর আগে সকালে কালেক্টরেট মাঠে তাবলীগ জামাতের একটি বড় অংশ জমায়েত হন। স্মারকলিপি জমা দেওয়ার পর সাদপন্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি শেষ করেন।
স্মারকলিপিতে বলা হয়েছে, মাওলানা সাদ দীর্ঘদিন ধরে বিশ্ব ইজতেমায় বয়ান এবং আখেরি মোনাজাত পরিচালনা করে আসছিলেন। তবে ২০১৮ সাল থেকে তাঁকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। এতে তাবলিগ জামাতের একাংশ হতাশ ও ক্ষুব্ধ। তাঁর উপস্থিতিতে ইজতেমায় বিদেশি মেহমানদের সংখ্যা বৃদ্ধি পেত এবং বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনা থাকত।
উল্লেখ্য, ২০১৮ সাল থেকে মাওলানা সাদের কিছু বক্তব্য নিয়ে তাবলিগ জামাতের মধ্যে বিভাজন সৃষ্টি হয়। তাঁর ইজতেমায় অংশগ্রহণ নিয়ে এক পক্ষ বিরোধিতা করায় বাংলাদেশ সরকার তাঁর ভিসা দেওয়া বন্ধ করে।