সুইজারল্যান্ডে বিজয় দিবস উদযাপন উপলক্ষে জুরিখ বিএনপির প্রস্ততি সভা

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২৪
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
সুইজারল্যান্ডে বিজয় দিবস উদযাপন উপলক্ষে জুরিখ বিএনপির প্রস্ততি সভা

বাংলাদেশ থেকে ৭৫২৮ কিলোমিটার দূরের 'পৃথিবীর এক টুকরো স্বর্গ' হিসেবে খ্যাত অনন্য সুন্দর দেশ সুইজারল্যান্ডে এবার পালিত হবে বাংলাদেশের স্বাধীনতা দিবস।  

দিবসটির যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র জুরিখ
শাখার নেতা-কর্মীদের আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।  


৩০ নভেম্বর শনিবার জুরিখের ল্যাংস্ট্রাসে সুইজারল্যান্ড সময় দুপুর দেড়টায় এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড বিএনপির একমাত্র অনুমোদিত কমিটির অন্যতম নেতা মোফাজ্জল মল্লিক সাজিল।  

জুরিখ বিএনপি'র সভাপতি সমীর কুমার রায় স্বপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুবায়ের আহম্মেদ জুয়েলের সঞ্চালনায় সভায়
বিশেষ অতিথি হিসেবে ছিলেন সুইজারল্যান্ড বিএনপির সাধারণ সম্পাদক খোকন, প্রচার সম্পাদক অপু , দপ্তর সম্পাদক জামাল এবং জুরিখ বিএনপির ইকবাল মোল্লা,  মাহফুজ শিকদার, নজরুল ইসলাম, আলমগীর বেপারি, তুষার আহম্মেদ, মিজানুর রহমান তারা পীর, শামসুদ্দিন তালুকদার, ওয়াহিদ হোসেন রানা এবং আরিফ মোল্লা।  


প্রস্তুতির সভাটির সার্বিক সহযোগিতায় ছিলেন সেরু মল্লিক, চঞ্চল মাদবর, শিমুল মিয়া, সালাউদ্দিন ভূইয়া, সেলিম হোসেন, ববি এবং তাদের বন্ধু মহল।  

সভায় আগামী ২২ ডিসেম্বর বিজয় উৎসবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয়া হয়। পাশাপাশি সুইজারল্যান্ড বিএনপি'র সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। পরিশেষে  জুরিখ  বিএনপির এক যুগ পূর্তিতে সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে সভাপতি সভার সমাপ্তি ঘোষনা করেন।