মো.জাহাঙ্গীর আলম : মালয়েশিয়ায় কারখানায় বিস্ফোরণে দগ্ধ ৩ বাংলাদেশির মৃত্যু
মালয়েশিয়ায় রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ তিন বাংলাদেশির মধ্যে ৩জন মারা গেছেন।
তারা হলেন—মুন্সীগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের রমজান বেগ গ্রামের রাজ্জাক ভূঁইয়ার ছেলে জব্বার আলী (৪২)ও একই এলাকার আবুল কাশেমের ছেলে আবু তাহের (৩২)ও মহিউদ্দিনের ছেলে সালাম (২৪) ।
শুক্রবার ১২ ই অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে ১জন, শনিবার ১৩ই অক্টোবর ভোররাত ৩টার দিকে ১জন ১৪ই অক্টোবর রবিবার বিকাল ৫টায় ১জনের মৃত্যু হয়।
মরদেহ ৩টি দ্রুত দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া দাবি জানিয়েছেন স্বজনরা ।
গত ১০ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে জোহর রাজ্যের ইস্কান্দার পুতেরের গেলাং পাতার এসআইএলসি শিল্প এলাকায় একাধিক রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বিস্ফোরণে কারখানার ভেতরে থাকা তিন বাংলাদেশি শ্রমিকের শরীরে ৩০ শতাংশ দগ্ধ হয়। দমকলকর্মীরা পৌঁছানোর আগেই কারখানা কর্তৃপক্ষ তাদেরকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি জনের মৃত্যু ঘটে।