মেঘনা নদীর তীরে মিললো অজ্ঞাত ব্যক্তির লাশ

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ০৩ অক্টোবর, ২০২৪
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মেঘনা নদীর তীরে মিললো অজ্ঞাত ব্যক্তির লাশ

গজারিয়া প্রতিনিধি.
মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদের তীরে কচুরিপানার নিচে আটকে থাকা এক ব্যক্তির 
লাশ উদ্ধার করেছে পুলিশ।  

নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪০। তাঁর পড়নে ছিল কালো গেঞ্জি ও কালো টাউজার। তাৎক্ষণিক মৃত্যুর প্রকৃত কারণ ও পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।   

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার কাজিপুরা ফেরিঘাট সংলগ্ন এলকা থেকে উদ্ধার করা হয়।   

স্থানীয় সূত্রে জানা যায়, কাজিপুরা গ্রাম ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদের  তীরে হাঁস খামারী রাবেয়া বসুর  প্রতিদিনের মতো আজ বৃহস্পতিবার সকালে গিয়ে দেখে কচুরিপানার মধ্যে লাশটি। মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে  ঘটনাস্থলে এলাকার লোকজন জড়ো হতে থাকে। পরে স্থানীয়রা  খবর দিলে ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করেগজারিয়া নৌ পুলিশ।  

গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা জানান, লাশ উদ্ধার হওয়া ওই ব্যক্তিকে স্থানীয় লোকজন চিনতে পারছেন না। তাঁর পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যদের খবর দেওয়া হয়েছে। লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে।