নিজস্ব প্রতিনিধি : মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কৃতি সন্তান যুক্তরাজ্য বিএনপি'র প্রচার সম্পাদক ডালিয়া লাকুরিয়া।
স্বৈরাচার সরকার শেখ হাসিন জুলুম নির্যাতনের কারণে দেশে আসতে পারেনি গেল ১৫ বছর।
গত ২ সেপ্টেম্বর যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসেন যুক্তরাজ্য বিএনপি'র প্রচার সম্পাদক ডালিয়া লাকুরিয়া।
গতকাল ৪ সেপ্টেম্বর মুন্সীগঞ্জে
তার আগমনকে কেন্দ্র করে টঙ্গীবাড়ী উপজেলার দলের সর্বস্তরের নেতাকর্মী সোনারং পাইলট মডেল উচ্চ বিদ্যালয় শুভেচ্ছা বিনিময় করেন ও বিএনপি'র চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয় ।
পরে সেখান থেকে দলীয় নেতা কর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা করে নিজ বাড়ি কাঠদিয়ে শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে পৌঁছে দেন।
এ সময় তার নিজ বাড়িতে ফিরে আসায় সর্বস্তরের নেতাকর্মীরা ডালিয়া লাকুরিয়া সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ জনগণের পাশে থাকতে হবে জনগণের মন জয় করতে হবে। দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি সন্ত্রাসী দখলদারি করা যাবে না।