সড়ক শৃঙ্খলার দায়িত্ব পালনকারী শিক্ষার্থীদের মাঝে ডেল্‌টা লাইফ-এর ছাতা বিতরণ।

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ১৪ আগস্ট, ২০২৪
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
সড়ক শৃঙ্খলার দায়িত্ব পালনকারী শিক্ষার্থীদের মাঝে ডেল্‌টা লাইফ-এর ছাতা বিতরণ।

রাজধানী ঢাকায় সড়ক শৃঙ্খলার দায়িত্বপালনকারী শিক্ষার্থীদের মাঝে ডেল্‌টা লাইফ-এর পক্ষ থেকে ছাতা বিতরণ।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যূত্থান পরবর্তী সময়ে রাজধানী ঢাকাসহ সমগ্র বাংলাদেশে সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে আমাদের শিক্ষার্থীরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। এই চলমান পরিস্থিতিতে সকল বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা রোদ-ঝড়-বৃষ্টি উপেক্ষা করে দিনে রাতে নাগরিকদের নির্বিঘ্নে যাতায়াত সেবা দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন। দৃষ্টান্তমূলক এই কাজে স্বেচ্ছাসেবীদের পাশে থেকে ডেল্‌টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড-এর পক্ষ থেকে গুলশান সার্কেল-২ এ দায়িত্বপালনকারী শিক্ষার্থী ও কর্তব্যরত ট্রাফিকদের মাঝে শুভেচ্ছা স্বরুপ ছাতা বিতরণ করা হয়েছে। এসময় কোম্পানীর ইভিপি (এইচআর) মোঃ আসাদুজ্জামান মল্লিক, ইভিপি (গ্রুপ) রাজীব কান্তি সাহা, এসভিপি (সংস্থাপন) কমান্ডার এ.এইচ.এম শামীম (অব:),  এবং ভিপি (জনসংযোগ) মারুফুল হাসান কায়সার উপস্থিত ছিলেন।