ভোটারদের মন জয় করতে ছুটছে প্রার্থীরা জনপ্রিয়তায় এগিয়ে চেয়ারম্যান প্রার্থী বিএম শোয়েব

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ০৪ মে, ২০২৪
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
ভোটারদের মন জয় করতে ছুটছে প্রার্থীরা জনপ্রিয়তায় এগিয়ে চেয়ারম্যান প্রার্থী বিএম শোয়েব

জাহাঙ্গীর আলম : মুন্সিগঞ্জের লৌহজং  উপজেলায় বইছে নির্বাচনের হাওয়া। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে।  
এ উপজেলায় ভোটগ্রহণ হবে আগামী ২১ মে।   চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। ভোটারদের মন জয় করতে হাট-বাজার, পাড়া-মহল্লা দাপিয়ে বেড়াচ্ছেন তারা।

এবার লৌহজং উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় মাঠে রয়েছেন কাপ পিরিজ প্রতিকে  লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সিকদার,  দোয়াত কলম প্রতিকে নান্নু গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসি এর পরিচালক সিআইপি বিএম শোয়েব এছাড়াও রয়েছেন আনারস প্রতিক নিয়ে  লাকি মল্লিক।   

বিএনপি এ নির্বাচনে অংশগ্রহণ না করায়  লৌহজং  উপজেলার তিন চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের রাজনৈতিক দলের সমর্থক। তবে নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে আওয়ামী লীগ সরাসরি কোন প্রার্থীর পক্ষে  কাজ করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারির কারণে দলটির নেতাকর্মীরা নির্বাচনী মাঠে পছন্দনীয় প্রার্থীদের পক্ষে কাজ করছেন ।

নির্বাচনী এলাকায় জনপ্রিয়তায় অন্যান্য প্রার্থীর চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন দানবীর হিসেবে পরিচিত বিশিষ্ট ব্যবসায়ী নান্নু গ্রুপের চেয়ারম্যান সিআইপি  বিএম শোয়েব।  অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বালু উত্তোলন নিয়ে  নানান কর্মকান্ডে জড়িত থাকায় পদ্মার পাড়ের অধ্যুষিত ইউনিয়নগুলো নির্বাচনে এগিয়ে রাখছেন ব্যবসায়ী বিএম শোয়েবকে। 

অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার  উপজেলার প্রত্যেক ইউনিয়ন ও পাড়া-মহল্লায় তার নির্বাচনের প্রস্তুতি নিয়ে চলাচ্ছে গণসংযোগ । 

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে প্রার্থীদের পক্ষে প্রচার প্রচারণা  দেখা গেছে।

 হাট-বাজার ও চা স্টলে এখন 
বি এম শোয়েব ও রশিদ শিকদার এর কর্মকাণ্ড নিয়ে চলছে জোর আলোচনা। ভোটাররা বলছেন, বিএম শোয়েব  একজন সৎ, ধার্মিক-স্বজ্জন ব্যক্তি। তিনি একজন ভদ্র এবং মানবিক মানুষ।  জনপ্রিয়তা সর্বমহলে প্রশংসনীয়। সততার কারণে তাকে  চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে চাইছে উপজেলাবাসী।

 আগামী ২১শে মে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ উপজেলায় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হবে।