মুন্সীগঞ্জে একমি দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ নিয়ে সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ৩০ মার্চ, ২০২৪
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জে একমি দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ নিয়ে সংবাদ সম্মেলন

জিতু রায়  : মুন্সীগঞ্জে দীর্ঘ ৮ বছর পরে মাঠে গড়াচ্ছে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ। এ বিষয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা।  

শনিবার বেলা ১২ টার দিকে মুন্সীগঞ্জের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের সভাকক্ষে ওই সম্মেলনের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. আবুজাফর রিপন।

সাংবাদিক সম্মেলনে ক্রিকেট লীগের বিস্তারিত বিষয় সম্পর্কে সাংবাদিকদের অবগত করেন জেলা ক্রীড়া  সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ক্রিকেট উপকমিটির আহবায়ক মো. জুনায়েদ হোসেন এবং জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও ক্রিকেট উপকমিটির সদস্য সচিব মো. আয়নাল হক স্বপন।

এ সময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল আলম, জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভিন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাশির উদ্দিন জুয়েল, সাধারণ সম্পাদক এডভোকেট সুজন হায়দার জনি। মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজে বিপ্লব হাসান 

সংবাদ সম্মেলনে ক্রিকেট লীগ প্রসঙ্গে জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন বলেন, 'ক্রিকেটের এমন আয়োজন খেলোয়াড়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। এর আগে আমরা সফলভাবে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন করেছে। ক্রিকেটের এমন আয়োজনে শিশু-কিশোররা মাঠে আসবে। খেলাধুলার মাধ্যমে তারা তাদের সুষ্ঠু বিকাশ ঘটাবে। আমাদের এই আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকবে।'

জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও ক্রিকেট উপকমিটির সদস্য সচিব মো. আয়নাল হক স্বপন জানান, 'দীর্ঘ ৮ বছর পরে দ্বিতীয় বিভাগের ক্রিকেট লীগটি খেলোয়াড়দের মধ্যে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করেছে। এর ফলে জেলার ক্রিকেটাররা নিজেদের সক্ষমতার যাচাই করতে পারবে। আমরা বিশ্বাস করি এ ক্রিকেট লীগের মধ্য দিয়ে আমরা জাতীয় মানের ক্রিকেটারদেরকে খুঁজে বের করতে সক্ষম হব।'

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট সুজন হায়দার জনি এই আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, ক্রিকেট লীগের এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তাহলে নতুন প্রজন্ম বিকশিত হবে। খেলাধুলার চর্চা নিয়মিত হলে নানা সামাজিক সমস্যার সমাধান ঘটবে। আর তাই নিয়মিত ক্রিকেট, ফুটবল, ভলিবল সহ বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করতে হবে।

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত একমি মুন্সীগঞ্জ দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ ২০২৪ এ
দুইটি গ্রুপে মোট সাতটি দল প্রতিযোগিতা করবে। ক গ্রুপ থেকে অ্যামেচার ক্রীড়া একাডেমি, লিজেন্ড অব মুন্সীগঞ্জ, প্রগতি সংঘ ও খ গ্রুপ থেকে নবজাত্রী ক্লাব, স্বপ্ননীড় ক্রীড়া একাডেমী, গ্রীন ওয়েলফেয়ার সেন্টার, আজাদ স্পোর্টিং ক্লাব প্রতিযোগিতা করবে।


উল্লেখ্য যে, মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ও একমি গ্রুপের পৃষ্ঠপোষকতায় আগামী ৩১ মার্চ রবিবার সকাল ৯ টায় শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে 'একমি মুন্সীগঞ্জ দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ ২০২৪' এর উদ্বোধনী অনুষ্ঠান ও উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। এতে মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন বিপিএএ এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফায়সাল বিপ্লব।