মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটির সভা

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২৪
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটির সভা

নিজিস্ব প্রতিনিধি :  মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটির প্রথম সভা শ্রীনগরের অনন্ত দেব মন্দিরে অনুষ্ঠিত  হয়েছে।  

ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সভার কার্যক্রম শুরু হয়। সকলের উচ্ছসিত ভালবাসায় মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদে নতুন প্রাণের সঞ্চার হয়েছে.। আগামী সম্মেলন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সকলে। সদস্য সচিব বাসু দেব নাগের সঞ্চালনায় আহ্বায়ক স্বপন কুমার মোদকের সভাপতিিত্বে সভায় উপস্থিত ছিলেন  গোবিন্দ দাস পোদ্দার,বিমল পাল,অভিজিৎ দাস  ববি, ননী গোপাল হালদার,মনোজ কুমার সিং অমিত,কেশব ঘোষ, ,তপন দাস,প্রদীপ চক্রবর্তী, স্বপন রায়, রঞ্জিত মল্লিক, ,জয়হরি মল্লিক,নীলকৃষ্ণ ঘোষ,উত্তম বনিক,,বিনয় রায় চৌধুরী, জগৎ লাল দেবনাথ, রঞ্জিত দেবনাথ,শংকর মৃধা,অধীর দত্ত,এ্যাড,বিপ্লব৷ সাহা,  পরিতোষ ঘোষ,বিশ্বনাথ ঘোষ,খোকন পোদ্দার,খোকন মজুমদার, ,প্রদীপ রাজবংশী, জয়ন্ত ঘোষ,হরিস সরকার, সৌরভ কর্মকার,নিতাই রাজবংশী, কাজল দাশ,দিলীপ দাস,পরিতোষ গোপ,জদু দাশ সহ আরো অনেকে।