মুন্সীগঞ্জ ২ আসনে যে প্রতীকে যারা নির্বাচন করছেন

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০২৩
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
ছবিঃ সংগৃহীত

আদনান সাদঃ মুন্সীগঞ্জ-২ আসন লৌহজং ও টংগিবাড়ী উপজেলার ২৩টি ইউনিয়ন নিয়ে গঠিত। মুন্সীগঞ্জ ২ আসনে ভোটারের সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ৪৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮২ হাজার ৫১৪ জন ও নারী ভোটার ১ লাখ ৬৯ হাজার ৯১৯ জন। লৌহজং উপজেলায় ভোটার ১ লাখ ৬৪ হাজার ৩২৫ জন ও টংগিবাড়ী উপজেলায় ১ লাখ ৮৮ হাজার ১০৮ জন।

 

মুন্সীগঞ্জ জেলার মোট আয়তন ৯৫৪.৯৬ বর্গকিমি (৩৬৮.৭১ বর্গমাইল)। জেলায় মোট ৬টি উপজেলা রয়েছে, মুন্সীগঞ্জ সদর, গজারিয়া , টঙ্গিবাড়ি , লৌহজং , শ্রীনগর এবং সিরাজদিখান। আসন সংখ্যা ৩টি। জেলার মোট ভোটার সংখ্যা ১৩,৪৩,৭১৩ জন যার মধ্যে পুরুষ ভোটার ৬,৯৪,২৫০ জন এবং নারী ভোটার ৬.৪৯,৪৬৩ জন। এ জেলায় ৩টি আসনে নির্বাচনে মোট বৈধ প্রার্থী  ২৭ জন। 

 

এই আসনটিতে যারা, যে প্রতিকে নির্বাচন করবেন।
১. সাগুফতা ইয়াসমিন এমিলি- বাংলাদেশ আওয়ামী লীগ, (নৌকা)
২.মো: বাচ্চু শেখ, বিএনএফ- টেলিভিশন
৩. মো: জালাল ঢালী, এনপিপি- আম
৪. মোহাম্মদ সহিদুল ইসলাম মল্লিক, ইসলামি ঐক্য জোট- মিনার
৫. মোহাম্মদ সাইরাজ খান, (স্বতন্ত্র প্রতীক ঈগল)
৬. মো: জাহানূর রহমান, তৃণমূল বিএনপি- সোনালী আশ
৭. অ্যাডভোকেট সোহানা তাহমিনা, (স্বতন্ত্র প্রতীক ট্রাক) 
৮. কামাল খান, বাংলাদেশ কংগ্রেস (ডাব)