logo

শিরোনাম

মুন্সীগঞ্জে ১২ কেজি আইস,১ লাখ ইয়াবা, ৪৩০০ বার্মিজ ইনজেকশন,২টি পিস্তলসহ ৫ জন আটক

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৩ মার্চ, ২০২২ | সময়ঃ ১২:০০
photo
ছবিঃ সংবাদদাতা

তুষার আহাম্মেদ: মুন্সীগঞ্জের গজারিয়ায় ৫০কোটি টাকার মাদক দুইটি আগ্নেয় অস্ত্রসহ ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

 

আটককৃতরা হলো কক্সবাজার জেলার মহেশখালী এলাকার জসীমউদ্দীন জসিম , মকসুদ, মোঃ রিয়াজ উদ্দিন, শাহিন আলম ,শামসুল আলম।

 

মিয়ানমার থেকে ঢাকায় চালানকালে বুধবার রাতে উপজেলার মেঘনা নদী সংলগ্ন কাজিপুরা এলাকা হতে ১২ কেজি আইস, ১ লাখ পিস ইয়াবা ও ৪ হাজার ৩ শত পিস চেতনানাশক বার্মিজ ইনজেকশনসহ ২টি বিদেশি পিস্তলসহ ওই ৫ জনকে আটক করেছে র‌্যাব-১৫।  

 

র‌্যাবের হেডকোয়াটারের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১৫ এর যৌথ অভিযানে এসব মাদক ও জড়িতদের আটক করা হয়। এটিই এ পর্যন্ত জব্দ হওয়া ভয়ংকর মাদক আইসের সবচেয়ে বড় চালান বলে জানিয়েছে র‌্যাব-১৫।

 

র‌্যাব-১৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, মিয়ানমার থেকে চোরাই পথে এসব মাদক নিয়ে আসা হয়েছিল। সোনাদিয়া ক্যানেল ও মেঘনা নদী হয়ে ঢাকার অভিমুখে মাদকগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জের গজারিয়ায় অভিযান চালিয়ে চোরাচালানকারীদের অনুসরণ করা হয়। যখন তারা (চোরাচালানকারীরা) মেঘনা নদী থেকে গজারিয়ায় নামে তখন ৫ জনকে আটক ও এসব মাদক ও পিস্তল জব্দ করা হয়।

 

প্রেস বিজ্ঞপ্তিতে এসব মাদকের আনুমানিক মূল্য ৫০ কোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব।


এ ব্যাপারে গজারিয়া থানা ওসি  রইজউদ্দিন বৃহস্পতিবার বিকালে সাড়ে ৪টার দিকে  বলেন,  আটককৃতদের এখনো থানায় হস্তান্তর করা হয়নি।

  • নিউজ ভিউ 37791