
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
নিজিস্ব প্রতিনিধি : বিডি ক্লিন মুন্সিগঞ্জের উদ্যোগে গতকাল ২৬ আগস্ট মঙ্গলবার ৫ উপজেলায় দুই হাজার বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
বিডি ক্লিন মুন্সিগঞ্জের ৫ উপজেলার ৫টি টিম এই কার্যক্রমটি বাস্তবায়ন করবেন। কেবল তারা গাছ লাগিয়ে ক্ষ্যান্ত নয়, পরিচর্যার মাধ্যমে গাছটিকে বেড়ে উঠতে সার্বিক পর্যবেক্ষণ করবেন। যা বিডি ক্লিন সদস্যরা নিজ নিজ এলাকা এবং বাড়ি/ বাড়ির আশপাশে রোপণ করবেন। রোপণ করেই কেবল ক্ষ্যান্ত থাকবেন না পরিচর্যা মাধ্যমে গাছ গুলোকে বেড়ে উঠতে সহযোগীতা করবেন। বিডি ক্লিনের মূল উদ্দেশ্য লক্ষ্য একটাই বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন দেশে রূপান্তর করে প্রতিটি অসচেতন নাগরিকে আদর্শবান এবং সুনাগরিক হয়ে গড়ে উঠার চর্চা করানো। এই ইভেন্টের মাধ্যমে দেশের বর্তমান ভারসাম্য রক্ষা করতে অবদান রেখে একটি সবুজায়ন ও পরিচ্ছন্ন দেশ গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যাওয়া।
কেবল লাগিয়েই ক্ষ্যান্ত নয়,
পরিচর্যায় গাছ বড়ো হয়।
একা নয় এক হয়ে
গড়তে চাই পরিচ্ছন্ন বাংলাদেশ।