
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
জিতু রায়: দেশের সঙ্গীত জগতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে দেশবরেণ্য সঙ্গীত শিল্পী ও সংগীত পরিচালক জাহিদ নিরবকে তারই নিজ জেলা মুন্সীগঞ্জে গুণীজন সম্মাননা প্রদান করেছে সাংস্কৃতিক সংগঠন সুর সন্ধ্যা।
মঙ্গলবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে সংগঠনটির ১৮তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নাজমুন নাহার নিজ হাতে নিরবকে সম্মাননা স্মারক তুলে দেন। নাট্যকার ও নির্দেশক জাহাঙ্গীর আলম ঢালীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ শহর বিএনপির সদস্য সচিব মাহাবুব আলম স্বপন, জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানা এবং জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার এরশাদ হোসেন।
সম্মাননা প্রদান পর্বের পর দর্শকরা মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করেন জাহিদ নিরবের একক সংগীত পরিবেশনা। এ বছর তিনি জাতিসংঘের সদর দপ্তরে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন এবং একই সাথে সংগীত পরিচালনাও করেন।
জাহিদ নিরব বর্তমানে দেশের সংগীত জগতের প্রতিটি মাধ্যমে নিজ প্রতিভার স্বাক্ষর রেখেছেন। চলচ্চিত্র, টিভি নাটক এবং ওটিটি প্ল্যাটফর্মে কাজের মাধ্যমে তিনি নিজের কণ্ঠ ও সুরের জাদু ছড়িয়ে চলেছেন। কণ্ঠে গান পরিবেশন ছাড়াও সুর ও সংগীত পরিচালনায় তার আলাদা খ্যাতি রয়েছে।
মুন্সীগঞ্জের সদর উপজেলার নয়াগাঁও গ্রামের গর্ব, সংগীত শিল্পী আনোয়ার হোসেনের দ্বিতীয় পুত্র জাহিদ নিরব, দেশের সাংস্কৃতিক আকাশে তার প্রতিভার দীপ জ্বালিয়ে চলেছেন।