logo

শিরোনাম

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৫ | সময়ঃ ১২:০০
photo
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি :  মঙ্গলবার  ১৯ আগস্ট ২০২৫: মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম ২০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।


জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে মুন্সীগঞ্জ থানাধীন পূর্ব নতুনগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। মুন্সীগঞ্জের পুলিশ সুপারের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মোঃ রিজাউল বাজীর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।


অভিযানের সময় পূর্ব নতুনগাঁও সাকিনস্থ আব্দুল করিমের বাড়ির সামনের পাঁকা রাস্তায় সন্দেহভাজন অবস্থায় মোঃ মাসুদুর রহমান (৩৩) নামের এক যুবককে আটক করা হয়। আটক মাসুদুর রহমান মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে পূর্ব নতুনগাঁও এলাকায় ‘বাবুর বাড়ির’ ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।


গ্রেফতারের পর দেহ তল্লাশিতে মাসুদুর রহমানের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে মাদক দ্রব্যগুলো জব্দ তালিকাভুক্ত করা হয়।


এ ঘটনায় মুন্সীগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


মাদক নির্মূলে জেলা পুলিশ মুন্সীগঞ্জের অভিযান চলমান থাকবে বলেও জানান এক কর্মকর্তা।

 

  • নিউজ ভিউ 118458