logo

শিরোনাম

২৪ ঘন্টা পেড়িয়ে গেলেও খোঁজ মেলেনি নিখোঁজ ব্যবসায়ী ওমর ফারুকের

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৪ | সময়ঃ ১২:০০
photo
২৪ ঘন্টা পেড়িয়ে গেলেও খোঁজ মেলেনি নিখোঁজ ব্যবসায়ী ওমর ফারুকের

নিজস্ব সংবাদদাতা: মুন্সীগঞ্জ শহরে ব্যবসায়ী 
ওমর ফারুক (৪৫) নিখোঁজের ২৪ ঘন্টা পেড়িয়ে গেলেও খোঁজ মেলেনি। বুধবার সকালে দোকান থেকে বের হয়ে পাওনা টাকা আনতে যাওয়ার কথা বলে নিখোঁজ রয়েছেন তিনি। এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন ওমরের স্ত্রী মায়া বেগম।  


নিখোঁজ ব্যবসায়ী ওমর ফারুক শহরের
সুপারমার্কেট এলাকার পৌর মার্কেটের একতা রং বিতানের স্বত্ত্বাধিকারী ও পৌরসভার যোগিনীঘাট এলাকার মৃত মো. হায়দার আলী বেপারির পুত্র। তিনি বিগত ২৫ বছর যাবৎ রংয়ের ব্যবসার সাথে জড়িত।  


ওমর ফারুকের ভাতিজা রাকিব জানায়, প্রতিদিনের মত বুধবার সকাল ৮ টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যান ওই ব্যবসায়ী। পরে  সাড়ে ১০ টার দিকে দোকানে থাকা তার শ্যালক মো. শামিমকে জানায় এক পাওনাদারের কাছে টাকা উদ্ধারে যাবেন বলে বের হন।


মো. শামিম বলেন, দুলাভাই আমাকে বলেন যে সদর উপজেলা বাংলাবাজারে দুই ব্যক্তির কাছে তিনি টাকা পান, তাদের মোবাইল বন্ধ থাকায় বাসায় যাবেন তিনি। দোকান থেকে বের হয়ে ১১ টার দিকে তিনি আমাকে ফোন
দিয়ে আবারও বলেন যে, তিনি কাচারি
এলাকার সিএনজি স্ট্যান্ড থেকে বাংলাবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন।


 বেলা সাড়ে ১১ টার পর থেকে তাকে কল করা হলে তিনি আর ধরেননি। 


সর্বশেষ প্রতিবেদন লেখার সময় সকাল ১০টা পর্যন্ত  তার হদিস পাওয়া যায়নি।তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।
তবে বৃহস্পতিবার সকালে পরিবারের কাছে ১০ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে একটি ফোন আসে। ২০ মিনিটের মধ্যে মুক্তিপনের টাকা দিতে বলা হয়। এসব বিষয় নিশ্চিত করে আইনশৃংখলা বাহিনীর দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবী করেছেন নিখোঁজের পরিবার।


নিখোঁজ ব্যবসায়ী ওমর ফারুকের সন্ধান পেলে নিম্নের মোবাইল নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। 

রাকিবুল হাসান
০১৯৯৬৮১০৫৭২

  • নিউজ ভিউ 2853