logo

শিরোনাম

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১২ জুলাই, ২০২৪ | সময়ঃ ১২:০০
photo
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : মুন্সীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০ টায় মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

 এবারের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য ছিল অন্তর্ভুক্তিমূলক  উপাত্ত ব্যবহার করি,সাম্যের  ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু জাফর রিপনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আশরাফুল আলম।  
এ সময় আরো উপস্থিত ছিলেন  সিভিল সার্জন ডাক্তার মনজুরুল আলম, মুন্সিগঞ্জ পরিবার পরিকল্পনার উপপরিচালক মাজহারুল হক চৌধুরী, মুন্সিগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আলেয়া ফেরদৌস, মুন্সিগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান  এডভোকেট শামসুন্নাহার শিল্পী, সরকারি হরগঙ্গা কলেজের প্রিন্সিপাল শাহ মোয়াজ্জেম,সহ বিভিন্ন উপজেলার পরিবার পরিকল্পনার কর্মকর্তা-কর্মচারী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।  
এবারের বিশ্ব জনসংখ্যা দিবসে ২ ক্যাটাগরিতে সাতজনকে পুরস্কৃত করা হয়।   শ্রেষ্ঠ কর্মী হিসেবে চারজন ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে তিন প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।  

শ্রেষ্ঠ প্রতিষ্ঠানগুলোর মধ্যে কনকসার ইউনিয়ন পরিষদ, লৌহজং উপজেলা ও হাসাড়া মডেল ইউনিয়ন পরিবার স্বাস্থ্য  কল্যাণ কেন্দ্র।  

  • নিউজ ভিউ 1494