logo

শিরোনাম

পুলিশ পরিচয় উঠিয়ে নেয়ার তিনদিন পেরিয়ে গেল খোঁজ মেলে নিয়ে মা ও ছেলে অপহরণের অভিযোগ থানায়

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১১ জুলাই, ২০২৪ | সময়ঃ ১২:০০
photo
অপহরণের অভিযোগ থানায়

জাহাঙ্গীর আলম:  নিজ বাড়ি থেকে  থেকে ৩ দিন আগে  মা রুমা বেগম (৪০)ও ভাই আব্দুল্লাহ (১৭)  কে অপহরণ করে নিয়ে অজ্ঞাত পরিচয়  ৭\৮ জন।
জানা যায় রামপাল ইউনিয়ন ইউনিয়নের সুখবাসপুর হাওলাদার বাড়ির মৃত আনোয়ার হোসেন হাওলাদারের স্ত্রী ও ছেলে 

মুন্সিগঞ্জ সদর উপজেলা রামপাল ইউনিয়নের সুখবাসপুর হাওলাদার বাড়িতে গত ৮ জুলাই সকাল ৮টায় এই অপহরণের ঘটনা ।  

পুলিশ পরিচয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বলে জানান এলাকাবাসী।

 তবে তাদের স্বজনরা বলছে তারা পুলিশ কিনা তা তারা জানে না। কে বা কারা তাদেরকে উঠিয়ে নিয়ে গেছে।  

অভিযোগ সূত্রে জানা যায় গত ৮ জুলাই সন্ধ্যায় অপহরণের বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানায়  লিখিত অভিযোগ দায়ের করেন মৃত আনোয়ার হাওলাদারের মেয়ে  রাবেয়া।  

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম  কাছে মুঠোফোনে  জানতে চাইলে তিনি বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।   

এত দিন পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমার মা ও ভাই কে উদ্ধার করতে পারলো না বলে অভিযোগ করছেন রাবেয়া আক্তার

এতিম  রাবেয়া আক্তার  মা ও একমাত্র ভাইকে হারিয়ে কোর্টের দ্বারে দ্বারে ঘুরছেন।  

আজ ১১ই জুলাই মুন্সিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে  রাবেয়া আক্তার (১৮) বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। 

  • নিউজ ভিউ 1908