নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত মুন্সিগঞ্জ জেলার ১৪-১৬-১৮ দলের প্র্যাক বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামী ৯ই আগস্ট সকাল ৮টায় মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।
বাছাই কার্যক্রমে অংশগ্রহণ করতে ইচ্ছুক খেলোয়াড়দের আগামী ১২ ই জুলাই শুক্রবার বিকাল ৩ টার মধ্যে অনলাইন জন্ম নিবন্ধন, জেএসসি ও এসএসসি পরীক্ষার সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি ও ফটোকপি নিয়ে আসতে বলা হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোড মুন্সিগঞ্জ জেলার সহকারি কোচ মাকসুদুল আলম জানান বয়স ভিত্তিক খেলোয়াড়দের বয়স নিবন্ধনের সাল নির্ধারণ করা হয়েছে অনূর্ধ্ব ১৪ জন্য ২০১০ সালের পহেলা সেপ্টেম্বর পরবর্তী জন্মগ্রহণ গ্রহণকারী, অনূর্ধ্ব ১৬ জন্য ২০০৮ এর পহেলা সেপ্টেম্বর পরবর্তী জন্মগ্রহণকারী,অনূর্ধ্ব ১৮ জন্য ২০০৬ সালের পহেলা সেপ্টেম্বর থেকে পরবর্তী জন্মগ্রহণকারী বাছাই পর্বে অংশগ্রহণ করতে পারবেন।
এছাড়াও গত বছর মেডিকেল উত্তীর্ণ খেলোয়াড়দের মাঠে আসার জন্য বলা হয়েছে ।