logo

শিরোনাম

মুন্সীগঞ্জে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি ফয়সাল বিপ্লব

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৩ মে, ২০২৪ | সময়ঃ ১২:০০
photo
মুন্সীগঞ্জে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি ফয়সাল বিপ্লব

জাহাঙ্গীর আলম : মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।  

 

বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে মুন্সীগঞ্জ জেলা ইনডোর স্টেডিয়ামে এই উদ্বোধনী কার্যক্রম অনুষ্ঠিত হয়।

photo


এই টুর্ণামেন্টে অংশ নিতে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে খেলোয়াড়রা বিকেলে স্টেডিয়ামে এসে উপস্থিত হন।


জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মোঃ আবু জাফর রিপনের পক্ষে উপ সচিব ও 
স্থানীয় সরকার বিভাগ এর উপ পরিচালক মোঃ জুবায়ের সভাপতিতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি ইয়াসমিনা ফেরদৌস, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন, জেলা ক্রিড়া কর্মকর্তা খাদিজা আক্তার , ক্রীড়া সংগঠক আয়নাল হক স্বপন সহ বিভিন্ন ক্রিড়া সংস্থার সদস্যরা 


মুন্সীগঞ্জ জেলার ৬ উপজেলা থেকে ২১টি দল খেলায় অংশগ্রহণ করেন।


উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের খেলোয়ারদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ও নিজ হাতে ব্যাডমিন্টন খেলার মধ্য দিয়ে টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরো 

  • নিউজ ভিউ 1890