ফ্রেন্ডস ক্লাব বাংলাদেশের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ৩০ এপ্রিল, ২০২২
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
ছবিঃ নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি

 

সাইফুল ইসলাম সুমন: “আসুন সামান্য কিছু আনন্দ ভাগাভাগি করি” এ স্লোগানে চাঁদপুরের কচুয়ায় ফ্রেন্ডস ক্লাব বাংলাদেশের উদ্যোগে গরীব অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার পালাখাল মডেল ইউনিয়নের এনায়েতপুর গ্রামের প্রায় অর্ধ শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এসব ঈদ সামগ্রী পৌছে দেয়া হয়। উল্লেখ্য যে, ফ্রেন্ডস ক্লাব বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে সমাজ উন্নয়ন ও সংস্কারমূলক কাজ করে আসছে। আত্মমানবতার সেবায় বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে এ সংগঠনটি। তাদের এ মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছেসচেতন সমাজের লোকজন।