নন্দীগ্রামে শহীদ শামছুজ্জোহার শাহাদাতবার্ষিকী পালিত

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ২৩ ফেব্রুয়ারী, ২০২২
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
ছবিঃ প্রতিনিধি

 

জিল্লুর রয়েল, নন্দীগ্রাম (বগুড়া) : বগুড়ার নন্দীগ্রামে শহীদ শামছুজ্জোহার শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) শহীদ শামছুজ্জোহার ২৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় শহীদ শামছুজ্জোহা স্মরণীতে দলীয় নেতাকর্মীরা
পুস্পস্তবক অর্পণ করে। এরপর তার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়েছে।

 

সেসময় উপস্থিত ছিলেন শহীদ শামছুজ্জোহার বড় ভাই উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, রেজাউল আশরাফ জিন্নাহর সহধর্মিণী ফাতেমা জোহরা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, শামীম শেখ, আওয়ামী লীগ নেতা শাহজাহান আলী, সোহেল রানা সোহাগ, উপজেলা যুবলীগের সহসভাপতি এমআর জামান রাসেল, সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন, ভাটরা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিরাজুল ইসলাম শুকুর, উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ প্রমুখ।

 

১৯৯৩ সালের ২৩ ফেব্রুয়ারি জামায়াত-শিবির ছাত্রলীগ নেতা শামছুজ্জোহাকে নির্মমভাবে হত্যা করেছিলো।