সাংবাদিক জাহাঙ্গীর আলম পেলেন ‘হিরণ কিরণ থিয়েটার নাট্য পদক’

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
সাংবাদিক জাহাঙ্গীর আলম পেলেন ‘হিরণ কিরণ থিয়েটার নাট্য পদক’

নিজস্ব প্রতিবেদক:  মুন্সীগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনের সংবাদ নিয়মিত ও সৃজনশীলভাবে উপস্থাপনের মাধ্যমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘হিরণ কিরণ থিয়েটার নাট্য পদক-২০২৬’ পেয়েছেন সাংবাদিক জাহাঙ্গীর আলম। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক নাট্য অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।  

জাহাঙ্গীর আলম বর্তমানে জেলার জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি’র সম্পাদকের দায়িত্ব পালন করছেন। প্রতি বছর সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য হিরণ কিরণ থিয়েটার এই সম্মাননা প্রদান করে থাকে।  

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা স্মারক তুলে দেন মুন্সীগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম স্বপন, বিশিষ্ট ক্যানসার বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিজিৎ দাস ববি এবং বীর মুক্তিযোদ্ধা রেখা। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক পিপি অ্যাডভোকেট আশরাফুল ইসলাম, থিয়েটারের উপদেষ্টা মো. শওকত ও সভাপতি সেলিম রেজা।  

হিরণ কিরণ থিয়েটারের প্রতিষ্ঠাতা, নাট্যকার ও নির্দেশক জাহাঙ্গীর আলম বলেন, "জাহাঙ্গীর আলম কেবল আমাদের সংগঠন নয়, বরং জেলার প্রতিটি সাংস্কৃতিক সংগঠনের সংবাদ অত্যন্ত গুরুত্বের সাথে প্রচার করেন। তার লেখনীর মাধ্যমেই সাধারণ মানুষ আমাদের সংস্কৃতির খবর জানতে পারেন। " 

সম্মাননা প্রাপ্তির পর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সাংবাদিক জাহাঙ্গীর আলম বলেন, "মুন্সীগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনের গৌরবময় কর্মকাণ্ড মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করি মাত্র। এই প্রাপ্তি কাজের প্রতি আমার দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিল।" 

সম্মাননা প্রদান শেষে জেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে তাদের বিশেষ অবদানের জন্য সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ অংশে ঢাকার ‘বিবেকানন্দ থিয়েটার’ মঞ্চস্থ করে নাটক ‘ভাসানে উজান’। অপূর্ব কুমার কুণ্ডুর রচনায় ও শুভাশীষ দত্ত তন্ময়ের নির্দেশনায় নাটকটিতে একক অভিনয় করেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. এরশাদ হাসান।