জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোটে অংশগ্রহণ নিশ্চিত করতে এনজিও প্রতিনিধিদের সাথে সচেতনতামূলক সভা

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোটে অংশগ্রহণ নিশ্চিত করতে এনজিও প্রতিনিধিদের সাথে সচেতনতামূলক সভা

মুন্সীগঞ্জ প্রতিনিধি :
আজ ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে অনুষ্ঠিতব্য গণভোট ২০২৬-এ অংশগ্রহণ নিশ্চিতকল্পে জেলা পর্যায়ের সকল এনজিও প্রতিনিধিদের সাথে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।


সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সৈয়দা নুরমহল আশরাফী।


সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং জেলা পর্যায়ের বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ।


সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এনজিওসমূহ প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে সরাসরি কাজ করে।


এই দেশ আমার-আপনার সবার। এই বাংলাদেশকে আমরা কেমনভাবে গড়ে তুলতে চাই, সে সিদ্ধান্ত আমাদের নিজেদেরই নিতে হবে। সে জন্য গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ।


তিনি আরও বলেন, গণভোট ও এর উদ্দেশ্য সম্পর্কে প্রান্তিক জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে এনজিওগুলোর ভূমিকা অপরিসীম।

 সকলকে সম্মিলিতভাবে কাজ করে জনগণকে সচেতন করতে হবে, যাতে গণভোটে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত হয়।


সভায় গণভোট ২০২৬-এর গুরুত্ব, উদ্দেশ্য এবং সফল বাস্তবায়নে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।