সিপিবির দুই প্রার্থীর মনোনয়ন আপিলে বৈধ ঘোষণা

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
সিপিবির দুই প্রার্থীর মনোনয়ন আপিলে বৈধ ঘোষণা

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর–সিরাজদিখান) ও মুন্সীগঞ্জ-৩ (সদর–গজারিয়া) সংসদীয় আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত কাস্তে মার্কার দুই প্রার্থীর মনোনয়ন আপিলে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।


বৈধতা পাওয়া দুই প্রার্থী হলেন— মুন্সীগঞ্জ-১ আসনে প্রার্থী  এডভোকেট আব্দুর রহমান  মুন্সীগঞ্জ-৩ আসনের প্রার্থী  শেখ মোহাম্মদ কামাল হোসেন 
উল্লেখ্য, গত ০১ জানুয়ারি ২০২৬ তারিখে উক্ত দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।


 এর পরিপ্রেক্ষিতে তারা নির্বাচন কমিশনে আপিল দায়ের করেন। অদ্য ১৩ জানুয়ারি ২০২৬ তারিখে নির্বাচন কমিশনে অনুষ্ঠিত শুনানিতে উভয় পক্ষের বক্তব্য ও প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনা শেষে কমিশন আপিল মঞ্জুর করেন এবং দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা দেন।


এর ফলে মুন্সীগঞ্জ-১ ও মুন্সীগঞ্জ-৩ সংসদীয় আসনে কাস্তে মার্কার প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণের পথ সুগম হলো।
সিপিবির নেতৃবৃন্দ নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে ন্যায়বিচারের প্রতিফলন হিসেবে উল্লেখ করে বলেন, এটি গণতন্ত্র, আইনের শাসন ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক দৃষ্টান্ত। তারা আশাবাদ ব্যক্ত করেন, এই সিদ্ধান্তের মাধ্যমে নির্বাচনী মাঠে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত হবে এবং জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পূর্ণ অধিকার প্রয়োগ করতে পারবেন।